সেঞ্চুরির আগেই বাভুমাকে থামালেন মিরাজ, এবাদতের শিকার মহারাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২২

উইকেটের পেছন থেকে লিটন দাস বলছিলেন, ‘সৌরভ ভাই আমরা দশ মিনিট পিছিয়ে গেছি।’ ওভার রেটের হিসেবটা নিজেদের নিয়ন্ত্রণে নিতেই হয়তো দুই প্রান্তেই পেসারের বদলে, একপ্রান্তে অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমণে আনেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

আর সেটিই হয়ে গেলো দারুণ কার্যকরী এক সিদ্ধান্ত। কেননা নিজের দ্বিতীয় ওভারেই সেট ব্যাটার টেম্বা বাভুমাকে সাজঘরের টিকিট ধরিয়ে দিয়েছেন মেহেদি মিরাজ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিতে থামা বাভুমা করলেন ৯৩ রান।

পরের ওভারের প্রথম বলে আরেক সেট ব্যাটার কেশভ মহারাজকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে টাইগার শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। যার সুবাদে এখন জেগেছে অল্পের মধ্যেই স্বাগতিকদের অলআউট করার সম্ভাবনা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৯৮ রান। বাভুমা ও মহারাজের সপ্তম উইকেট জুটিতে এসেছিল ৫৩ রান। নিজের দ্বিতীয় শিকারে তা ভাঙলেন মিরাজ। মহারাজকে আউট করা এবাদতও নিলেন নিজের দ্বিতীয় উইকেট।

আগেরদিন ৭৬.৫ ওভারে করা ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ৮০ ওভার যেতেই দ্বিতীয় নতুন নেয় বাংলাদেশ। আর নতুন বল পেয়েই আগুন ঝরান ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ।

ইনিংসের ৮৩তম ওভারের দ্বিতীয় বলে কাইল ভেরেনকে পরাস্ত করেন টাইগার পেসার। তার নিচু হয়ে যাওয়া ডেলিভারি প্রোটিয়া ব্যাটারের প্যাডে লাগলে আঙুল তুলে দেন আম্পায়ার। ২৮ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন ভেরেন।

পরের বলে উইয়ান মালডারকে ‘গোল্ডেন ডাক’ দেখান খালেদ। এবার ব্যাটে বল লেগে চলে গিয়েছিল গালিতে, ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। তৈরি হয় হ্যাটট্রিকের সুযোগ। তবে হ্যাটট্রিক বলে নির্বিঘ্নে কাটিয়ে দেন মহারাজ।

শুধু সেই হ্যাটট্রিক বলও নয়, বাভুমার সঙ্গে মিলে প্রায় এক ঘণ্টার বেশি সময় উইকেটে কাটিয়ে দেন এ বাঁহাতি স্পিনার। সুযোগ যে আসেনি তা নয়। ইনিংসের ৯২তম ওভারে এবাদতের বাউন্সারে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন বাভুমা। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ইয়াসির রাব্বি।

মনে হচ্ছিল, বাভুমা-মহারাজের জুটিতেই দলীয় তিনশ পার করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। তখনই জাদু নিয়ে আসেন মিরাজ। ইনিংসের ৯৬তম ওভারে আক্রমণে এসে ৯৮তম ওভারেই সাফল্যের দেখা পান তিনি। তার শার্প টার্নের ডেলিভারিতে বোল্ড হন ৯৩ রান করা বাভুমা।

পরের ওভারের প্রথম বলে আরেক সেট ব্যাটার মহারাজের স্ট্যাম্প ছত্রভঙ্গ করেন এবাদত। আউট হওয়ার আগে ৪০ বলে ১৯ রান করেন লেজের সারির এই ব্যাটার। পরপর দুই ওভারে দুই উইকেটের পতনে স্বস্তি ফিরে আসে টাইগার শিবিরে।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।