তাসকিন-মিরাজকে মিস করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৪ মে ২০২২

কাঁধের চোটে আগেই ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মেহেদি হাসান মিরাজও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্ট দলের অন্যতম নিয়মিত মুখ তারা দু’জন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাদের ছাড়াই শুরু করতে হবে টাইগারদের।

রোববার সিরিজের প্রথম ম্যাচে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সাফ জানিয়ে দিলেন, এ দু’জনকে মিস করবে তার দল। কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্য-ব্যর্থতার অনেকটা জুড়েই রয়েছেন তাসকিন ও মিরাজ।

বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ের ম্যাচটিতে আলাদা দুই ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে তিনটি করে উইকেট নেন তাসকিন-মিরাজ। এছাড়া প্রথম ইনিংসে মিরাজের ব্যাট থেকে আসে ৪৭ রানের মূল্যবান ইনিংস। এর বাইরে দক্ষিণ আফ্রিকা সফরেও নিজেদের কার্যকরিতা দেখিয়েছেন তারা।

এ দু’জনকে মিস করার কথা জানিয়ে মুমিনুল বলেছেন, ‘আমরা নিউজিল্যান্ডে যে সবশেষ ম্যাচ জিতলাম, ওদের (তাসকিন-মিরাজ) কিন্তু অনেক বেশি অবদান ছিল। অবশ্যই দু’জনকে অনেক মিস করবো। কারণ একজন ভালো ব্যাটিংও করে, অলরাউন্ডার। আরেকজন ভালো বোলিং করে। অবশ্যই তাদের মিস করবো।’

তবে দু’জনকে মিস করলেও তাদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন মুমিনুল। কেননা তাসকিন-মিরাজ ফিট থাকলে সুযোগ পেতেন না অন্য কেউ। তাই এটা কাজে লাগানোর জন্যও সুযোগ পাওয়াদের ভালো খেলার তাড়না থাকবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

তার ভাষ্য, ‘তবে আমার কাছে মনে হয়, ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বড় সুযোগ। কারণ ওরা দু’জন এমন পারফরম্যান্স করছিল যে, অন্য কাউকে কোনো সুযোগ দিচ্ছিল না। তো ওদের জায়গায় যারা খেলবে, তারাও একটা বার্তা দেবে যে আমরাও ভালো অবস্থানে, তাদের জায়গাটা নিতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘তাদের ওপর অবশ্যই আস্থা আছে। এর আগে অনেক সময় সাকিব ভাইও ছিলেন না। তার জায়গায় যে খেলেছে তার ওপরও আমার আস্থা ছিল। অধিনায়ক হিসেবে কারও ওপর কখনও অনাস্থা প্রকাশ করতে পারবো না আমি। যারা আছে, তাদের ওপর আমার পূর্ণ সমর্থন আছে। টিম ম্যানেজম্যান্টেরও সাপোর্ট আছে।’

এসএএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।