রাজস্থানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চেন্নাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২০ মে ২০২২

এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দলটির বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এখন শুধু আনুষ্ঠানিকতা।

তবে, রাজস্থান রয়্যালসের জন্য এই ম্যাচ খানিকটা গুরুত্বপূর্ণ। কারণ, প্লে-অফ তাদের আগেই তাদের নিশ্চিত হলেও, দ্বিতীয় স্থানের লড়াই রয়েছে লখনৌয়ের সাথে। রাজস্থান যদি আজ জিতে যায়, তাহলে হয়তো দ্বিতীয় স্থানে থাকবে তারাই। সে ক্ষেত্রে প্লে-অফে বাড়তি সুবিধা পাবে তারা।

এমন সমীকরণ সামনে নিয়ে চেন্নাইয়ের মুখোমুখি আজ রাজস্থান রয়্যালস। মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় হয়েছে চেন্নাইয়েরই। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

একটি করে পরিবর্তন এনেছে রাজস্থান এবং চেন্নাই। শিমরন হেটমায়ার ফিরেছেন রাজস্থান একাদশে। বাদ পড়েছেন জিমি নিশাম। চেন্নাই একাদশে শিবাম দুবের পরিবর্তে একাদশে ফিরেছেন আম্বাতি রাইডু।

রাজস্থান রয়্যালস
যশস্বি জসওয়াল, জস বাটলার (উইকেটরক্ষক), সানজু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, রায়ান পারাগ, রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ইয়ুজবেন্দ্র চাহাল, প্রাসিদ কৃষ্ণা, ওবেদ ম্যাকয়।

চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, এন জগদিশান, আম্বাতি রাইডু, মিচেল সান্তনার, এমএস ধোনি (উইকেটরক্ষক, অধিনায়ক), প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিত সিং, মাতিশা পাথিরানা, মুকেশ চৌধুরী।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।