সোহানের দুর্দান্ত স্টাম্পিংয়ে তাইজুলের দ্বিতীয় আঘাত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৬ জুলাই ২০২২

সিরিজের দ্বিতীয় ম্যাচে এক বলে দুই আউটের সুযোগ হাতছাড়া করেছিলেন নুরুল হাসান সোহান। ভুল থেকে শিক্ষা নিয়ে আজ দারুণ এক স্টাম্পিং করলেন এ উইকেটরক্ষক। যার সুবাদে দুই ওভারে দুই উইকেট তুলে নিলেন ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ইসলাম।

টস হেরে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং আউট হয়েছেন ৮ রান করে, শাই হোপ করেছেন ১৫ বলে ২ রান। এখন উইকেটে রয়েছেন শামার ব্রুকস ও নিকোলাস পুরান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজে তৃতীয়বারের মতো টস জিতেছেন তামিম ইকবাল। আগের দুই ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোলিং করতে নেমে প্রথম ওভার তুলে দেওয়া হয় আগের ম্যাচের সেরা নাসুম আহমেদের হাতে।

প্রথম ওভারে ৪ রান খরচ করেন নাসুম। তবু তাকে আক্রমণ থেকে সরিয়ে নেন তামিম। দ্বিতীয় ওভার মোস্তাফিজকে দিয়ে করানোর পর বল তুলে দেওয়া হয় তাইজুলের হাতে। নিজের প্রথম বলেই দারুণ এক টার্নিং ডেলিভারিতে ফ্রন্ট ফুট ডিফেন্স করা কিংকে পরাস্ত করেন তাইজুল।

নিজের পরের ওভারে আবারও দৃশ্যপটে হাজির এ বাঁহাতি স্পিনার। এবারও কিংয়ের মতোই দারুণ এক ডেলিভারি করেন হোপকে। সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি হোপ। ক্ষণিকের জন্য তার পা বেরিয়ে যায় পপিং ক্রিজ থেকে।

সেই কয়েক মুহূর্ত সময়টাই যথেষ্ট ছিল সোহানের জন্য। তড়িৎ বেগে বেলস ফেলে দিয়ে স্টাম্পিংয়ের আবেদন করেন সোহান। রিপ্লেতে দেখা যায়, খুবই অল্প সময়ের ব্যবধানে হোপের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক। যার সুবাদে তাইজুল পেয়ে যান দ্বিতীয় উইকেট।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।