ভারতের ম্যাচ শুরু হতে দেরি, ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২

পাকিস্তানের আধা ঘণ্টা আগে শুরু হওয়ার কথা ছিল ভারতের ম্যাচ। তবে নাগপুরে ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো টস করা যায়নি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির। খেলা শুরু হতেও তাই দেরি হবে।

অন্যদিকে করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে নির্ধারিত সময়েই টস হয়েছে। টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ইংল্যান্ড আগে ব্যাট করবে।

সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচেই দাপুটে ১০ উইকেটের রেকর্ডগড়া জয়ে সমতায় ফিরেছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, শান মাসুদ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, উসমান কাদির।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জ্যাক উইকস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলি (অধিনায়ক), স্যাম কুরান, লিয়াম ডসন, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।