ব্যক্তি সাফল্যের চেয়ে এখন দলীয় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ: সোহান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৫ অক্টোবর ২০২২

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে আজ সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান ছিলেন ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনে।

পরে সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন সোহান। বাংলাদেশে যেখানে তীব্র গরম ও ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে নিউজিল্যান্ডে গিয়ে এখন ৭-৮ ডিগ্রির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের।

তবে এটি তেমন কঠিন বিষয় নয় বলে মানছেন টাইগারদের সহ-অধিনায়ক। আগেভাগে নিউজিল্যান্ডে চলে যাওয়া এবং সেখানে তিনদিন অনুশীলনের সুযোগ পাওয়ায় সবাই কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন সোহান।

তার ভাষ্য, ‘এখানে আসার পর কন্ডিশনটা একটু ভিন্ন, ঠাণ্ডা বেশি। তবে আমরা দুইদিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। কাল আবার অনুশীলন করবো। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় ম্যাচের আগে আমরা সবাই আত্মবিশ্বাসী এবং কন্ডিশন বড় কোনো কারণ হবে না।’

নিউজিল্যান্ডে যেখানে অনুশীলনে সুযোগ পেয়েছে বাংলাদেশ সেটি পুরোটা শেড দিয়ে ঢাকা। অর্থাৎ বৃষ্টি পড়লেও খেলা বা অনুশীলনে কোনো বাধা নেই। তাই গত দুইদিনে বৃষ্টি কিংবা বরফ পড়লেও থামেনি টাইগারদের অনুশীলন। এই সুবিধা পাওয়ায় খুশি টাইগারদের সহ-অধিনায়ক।

তিনি বলেছেন, ‘আমরা এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়ার পরেও অনুশীলন ভালোভাবে করতে পেরেছি। এর আগে দুবাইয়েও দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। এমন আবহাওয়া থাকার পরেও আমরা অনুশীলন করতে পারছি এটা খুব ভালো। ম্যাচের আগে আমরা প্রস্তুতির দিক থেকে শতভাগ ঠিক আছি।’

সোহানের মতে, এখন বাংলাদেশ দলের জন্য ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। তাই সবাই মিলে একটি প্রক্রিয়া অনুসরণ করছেন যেখানে নিজের কাজ করার পাশাপাশি একে অন্যকে সবসময় সাহায্য করে চলেছেন ক্রিকেটাররা।

দলের সবাইকে ফলাফল নিয়ে চিন্তা না করে প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার কথাই বলা হয়েছে, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমার কাছে মনে হয় যে, সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফল কী হবে তা আগে অনুমান করার সুযোগ নেই। আমরা যদি আমাদের কাজগুলো সততার সঙ্গে পরিশ্রম করতে থাকি... সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দল হিসেবে খেলা। ব্যক্তিগতভাবে চিন্তা না করে আমরা যদি দল হিসেবে চিন্তা করি, কারণ ১১ জনই হয়তো পারফর্ম করবে না।

‘আমার মনে হয় যে, যার যে পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার ওইটা যদি আমরা করতে পারি- আমাদের সবার ফোকাস ওইটাই যাতে আমরা দলের জন্য পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারি। আমার কাছে মনে ব্যক্তিগত কিছুর চেয়ে এখন দলীয় পারফরম্যান্সটা জরুরি আমাদের জন্য।’

প্রক্রিয়ার দিকে জোর দিয়ে সোহান বলেন, ‘সত্যি কথা বলতে আমরা যেভাবে অনুশীলন করছি ফলাফল নিয়ে চিন্তা করছি না, প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছি। কারণ ফলাফল সবসময় আমাদের হাতে থাকবে না। প্রক্রিয়া ঠিক রেখে সততার সঙ্গে কঠোর পরিশ্রমটাই আমার মনে হয় যে... সবাই নিজেদের দিক থেকে সেরাটা দেওয়ার করছে এবং সবাই অনেক পরিশ্রম করছে।’

তার শেষ কথা, ‘অবশ্যই আশা করবো যাতে ভালো ফল হয়। আরেকটা জিনিস আমার মনে হয় যে একে অন্যকে সাহায্য করা। যেটা খুব ভালোমতো হচ্ছে। সবাই নিজের কাজ করার পাশাপাশি আরেকজনকে যাতে সাহায্য করতে পারি, এটা দলের বন্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা করার চেষ্টা করছি।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।