মোস্তাফিজকে রেখে দিলো দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০২২

আসন্ন আইপিএল মৌসুমেও মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসে। আজ (মঙ্গলবার) বাংলাদেশের কাটার মাস্টারকে ধরে রাখার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। বাঁহাতি এই পেসার বেশ ভালোই পারফর্ম করেন। আট ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৭.৬২ ইকোনমিতে নেন ৮ উইকেট।

আজই ছিল আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বিষয়ে জানানোর শেষদিন। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম হবে।

মোস্তাফিজকে ধরে রাখলেও দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, টিম শেইফার্ট, মানদ্বীপ সিং, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারকে।

তবে ধরে রেখেছে অধিনায়ক রিশাভ পান্ত, রভম্যান পাওয়েল, অ্যানরিচ নরকিয়া, লুঙ্গি এনগিদি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদের।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।