সাকিব কেন রেগে মাঠে গেলেন, যা বললো বরিশাল কর্তৃপক্ষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

ইনিংসের প্রথম বলে ফরচুন বরিশালের কোন ব্যাটার স্ট্রাইক নেবেন? বাঁ-হাতি চতুরঙ্গ ডি সিলভা নাকি ডান-হাতি এনামুলক হক বিজয়? আর রংপুর রাইডার্সের হয়ে কোন বোলার প্রথম ওভার বল করবেন? বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান নাকি অফস্পিনার শেখ মাহদি?

তা নিয়ে বিতর্ক এবং ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া নিয়ে উত্তপ্ত হলো শেরে বাংলা স্টেডিয়াম। কেন সাকিব এমন উত্তেজক আচরণ করলেন?

ব্যাটার উইকেটে যাওয়ার পর ড্রেসিংরুম থেকে অধিনায়ক হিসেবে তিনি কি মাঠে ঢুকে কোনো ব্যাপারে কথা বলতে পারেন? বিষয়টা যত স্পর্শকাতরই হেক না কেন, সাকিব কী ড্রেসিং রুম থেকে মাঠে ঢুকে তার প্রতিবাদ জানাতে পারেন?

তা নিয়ে হোম অব ক্রিকেট ও টিভির পর্দায় খেলা দেখতে থাকা দর্শক ও ক্রিকেট অনুরাগীদের মধ্যে নানা কৌতূহল?

এদিকে সাকিবের মাঠে ঢোকা নিয়ে কোনো ব্যাখ্যা না দিলেও কেন সাকিব প্রতিবাদ করেছেন- ফরচুন বরিশাল দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন তার ব্যাখ্যা দিয়েছেন।

শিপনের ব্যাখ্যা, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মাহদিকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব; কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন সাকিব।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।