বাংলাদেশের মেয়েদের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

টানা তিন ম্যাচ জিতে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে নাম লিখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। প্রথমপর্বে হারিয়েছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে মেয়েরা। পচেফস্ট্রোমে গ্রুপ ওয়ানের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট আর ৭ বল রেখে হারিয়েছে তাদের।

টসভাগ্য সহায়ই ছিল বাংলাদেশের মেয়েদের। প্রথমে ব্যাটিং বেছে নেয় তারা। তবে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দিশা বিশ্বাসের দল। পুরো ২০ ওভার খেলেও ৬ উইকেটে ১০৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আরও পড়ুন>দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান (২৮ বলে) করেন সুমাইয়া আক্তার। ওপেনার আফিয়া আক্তার ৩৩ বলে ২১, স্বর্ণা আক্তার ১৮ বলে ২০, দিলারা আক্তার ২০ বলে ১৭ আর মিস্টি সাহার ব্যাট থেকে আসে ১৪ বলে ১২ রান।

প্রোটিয়া অফস্পিনার কায়লা রেইনেকে ১৯ রান খরচায় একাই নেন ৪টি উইকেট।

জবাবে বাংলাদেশের মেয়েরা ৩৩ রানে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে আশা জাগালেও শেষ রক্ষা হয়নি। ম্যাডিনসন লেন্ডসম্যান ৩৮ বলে ৩৭ আর কারাবো মেসো ৩০ বলে অপরাজিত ৩২ করে জিতিয়ে দেন দলকে।

বাংলাদেশি লেগস্পিনার রাবেয়া খান ১৮ রানে নেন ৩টি উইকেট।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।