ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে সাকিবের বরিশাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

৮ ম্যাচে ১২ পয়েন্ট। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের সামনে বলা যায় প্লে অফের হাতছানি। অন্যদিকে ৯ ম্যাচ শেষে ঢাকা ডমিনেটর্সের পয়েন্ট কেবল চার। শেষ চারে ওঠার মত অবস্থা আর নেই। কাগজে কলমে কিছু বেঁচে থাকলেও সেটা এখন আর ধর্তব্য নয়। যদিও টানা তিন ম্যাচ জিততে পারলে সম্ভাবনা তৈরি হবে নাসির হোসেনের দলের।

সে সম্ভাবনা সামনে রেখেই আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স।

জিততে পারলে ঢাকার সম্ভাবনা টিকে থাকবে। হারলে চলে যাবে আরও তলানীতে। সে হিসেব-নিকেশ সামনে রেখে সাকিব আল হাসানের সঙ্গে টস করতে নেমে হারতে হলো নাসির হোসেনকে।

টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বরিশাল অধিনায়ক সাকিব। এর আগে চট্টগ্রামে একবার মুখোমুখি হয়েছিলো দুই দল। ওই ম্যাচে বরিশালের কাছে ১৩ রানে হেরেছিলো ঢাকা। বরিশালের করা ১৭৩ রানের জবাবে ৪ উইকেটে ১৬০ রানে থেমে যায় নাসির হোসেনের দল। বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৫৪ রান করেছিলেন তিনি ৩৬ বলে।

ফরচুন বরিশাল একাদশ

এনামুল হক বিজয়, সাইফ হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদম ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, সালমান হোসাইন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ এবং সানজামুল ইসলাম।

ঢাকা ডমিনেটর্স

সৌম্য সরকার, উসমান গনি, অ্যালেক্স ব্ল্যাক, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুর রহমান, মুকতার আলি, আবদুল্লাহ আল মামুন, সালমান ইরশাদ, শরিফুল ইসলাম, আমির হামজা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।