টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ
পাকিস্তানের বিপক্ষে ১০০ রানেই থামলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারলো না বাংলাদেশের মেয়েরা।
কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০০ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান (৪১ বলে) করেন শামীমা সুলতানা।
ওপেনার শুভানা মোস্তারি ২১ বলে ১৮ আর অধিনায়ক নিগার সুলতানা ১৮ বলে করেন ১৫ রান। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। সালমা খাতুন ওপেনিংয়ে নেমে ফেরেন ৮ করে।
১৪তম ওভার চলার সময় ২ উইকেটে ৭০ রান ছিল বাংলাদেশের। এরপর ২৮ রান তুলতে ৫টি উইকেট হারায় মেয়েরা। নিয়মিত উইকেট হারানোতেই পুঁজিটা বড় হয়নি।
পাকিস্তানের নিদা দার ১২ আর নাসরা সান্ধু ১৯ রান খরচায় নেন দুটি করে উইকেট।
এমএমআর/এমএস