কুমিল্লার সামনে ১২১ রানে অলআউট সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ফরচুন বরিশালের ব্যাটাররা। তরুণ মিডিয়াম পেসার মুকিদুল ইসলামের তোপের মুখে মাত্র ১২১ রানে অলআউট হয়ে গেছে সাকিব আল হাসানের দল। মুকিদুল ইসলাম একাই নেন ৫ উইকেট।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে বরিশালের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। এক মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কেউই হাল ধরতে পারেননি।

বরিশালের ব্যাটিংয়ে ধ্বস নামানো শুরু করেন তানভির ইসলাম। এনামুল হক বিজয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। মোহাম্মদ রিজওয়ান সেই ক্যাচ ধরেন তিন-চারবারের প্রচেষ্টায়।

ফজলে মাহমুদ রানআউট হন ৮ বলে ৮ রান করে। সাকিব আল হাসান মুকিদুলের বলে বোল্ড আউট হন ১২ বলে ৬ রান করে। আন্দ্রে রাসেলের বলে এলবিডব্লিউ হন পাকিস্তানি ইফতিখার আহমেদ। যে ফর্মে ছিলেন ইফতিখার, একটু দাঁড়াতে পারলে সমস্যা হতো কুমিল্লার।

মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেন উইকেটে সেট হওয়ার। কিন্তু ১৮ বলে ১৭ রান করার পর তিনিও আউট হয়ে যান মোস্তাফিজুর রহমানের বলে। ২৬ বলে ৩২ রান করে মুকিদুলের বলে বোল্ড হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

২৬ বলে ৩২ রান করেন আফগান ব্যাটার করিম জানাত। চতুরঙ্গ ডি সিলভা করেন ২ রান। গোল্ডেন ডাক মারেন মোহাম্মদ ওয়াসিম। খালেদ আহমেদ ১ রান করে রানআউট হয়ে যান। ১৯.১ ওভারেই ১২১ রান তুলতে অলআউট হয়ে যায় বরিশাল।

৩.১ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, তানভির ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।