পিএসএল খেলতে পাকিস্তান গেলেন সাকিব আল হাসান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রথমে কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে একবার স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র যাবেন; কিন্তু এলিমিনেটর রাউন্ডে রংপুর রাইডার্সের কাছে ফরচুন বরিশালের হারের পর বদলেছে তার পরিকল্পনা।

এখন আর যুক্তরাষ্ট্র নয়, সাকিব আল হাসানের এখনকার লক্ষ্য পাকিস্তান। পিএসএল খেলতে গতকাল গভীর রাতেই করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান।

সোমবার দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে করাচির উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।

১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে পিএসএল। সাকিব খেলবেন পেশোয়ার জালমির হয়ে এবং আজ মঙ্গলবারই পেশোয়ার জালমির প্রথম ম্যাচ। যদিও আজ পেশোয়ারের হয়ে মাঠে নামবেন কি না সাকিব, তা বলা মুস্কিল।

প্রসঙ্গতঃ বিপিএলে সাকিব বেশ ভাল খেলেছেন। ব্যাট হাতে ৩ ফিফটি সহ ৩৭৫ রান করেছেন তিনি। পাশাপাশি ৮ উইকেটও দখল করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এআরবি/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।