অভিষেকেই হাফ সেঞ্চুরি তৌহিদ হৃদয়ের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৮ মার্চ ২০২৩

‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভই...’ তৌহিদ হৃদয় কী সে বার্তা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় পা রাখলেন? গত বিপিএল থেকেই তার ব্যাটে সোনা ফলছে। অসাধারণ সব ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টির অভিষেকেও ইংল্যান্ডের মত দলের বিপক্ষে ভয়-ডরহীন ক্রিকেট উপহার দিয়ে সবার নজর কেড়েছেন তিনি।

এবার নিজের সেই অসাধারণ ফর্ম ফিরিয়ে আনলেন ওয়ানডেতেও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে আজ অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। ঠিক মাহমুদউল্লাহ রিয়াদের জায়গাটায় তৌহিদ হৃদয়কে সুযোগ দেয়া হলো।

সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই তরুণ ব্যাটার। অভিষেকেই করলেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। ৫৫ বল খেলে ৫ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

শুধু তাই নয়, অভিজ্ঞ সাকিব আল হাসানের সঙ্গে এরই মধ্যে হার না মানা ১৩১ রানের জুটি গড়ে বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আয়ারল্যান্ডের ধরা-ছোঁয়ার বাইরে।

এ রিপোর্ট লেখার সময় তৌহিদ হৃদয় ব্যাট করছেন ৬০ বলে ৫৫ রান নিয়ে এবং ৮৬ বলে ৯২ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের রান ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৪।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।