তবুও ইনিংস পরাজয় এড়াতে পারলো না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২০ মার্চ ২০২৩

প্রথম ইনিংসেই সর্বনাশ যা ঘটার ঘটে গিয়েছিলো শ্রীলঙ্কার। দ্বিতীয় ইনিংসে প্রাণপন চেষ্টা করেও সেই ক্ষতি আর পুষিয়ে উঠতে পারেনি। যার ফলে ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে এক ইনিংস ও ৫৮ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হলো শ্রীলঙ্কাকে। সে সঙ্গে সিরিজেও তারা হোয়াইটওয়াশ হলো ২-০ ব্যবধানে।

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে প্রায় জিতে গিয়েছিলো শ্রীলঙ্কা। কেনে উইলিয়ামসনের বীরোচিত ইনিংসটি না খেললে হয়তো ওই ম্যাচ জিতে লঙ্কানরা থাকতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়েও। কিন্তু ওই ম্যাচের একেবারে শেষ বলে এসে বাই রানের মাধ্যমে নিউজিল্যান্ড জিতে যায়, হেরে যায় শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যায় ভারত।

Sri lanka

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এসে ক্রাইস্টচার্চের খেলাটা আর খেলতে পারেনি লঙ্কানরা। বরং, টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে খুব আয়েশ করে ব্যাট করেছে কিউই ব্যাটাররা। জোড়া ডাবল সেঞ্চুরি করেছেন কেনে উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। যার ওপর ভর করে ৪ উইকেটে ৫৮০ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। একা এক অধিনায়ক দিমুথ করুনারত্নে করেছিলেন ৮৯ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এগিয়ে ৪১৬ রান, তারওপর বোলিং করেছে কেবল ৬৬.৫ ওভার, ফলে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টিম সাউদি।

এবার যেন টনক নড়ে লঙ্কানদের। কিউইদের সামনে লিড দেবে কি, প্রথম ইনিংসে যে তারা ৪১৬ রান পিছিয়ে পড়েছিলো, সেটা পার হওয়াই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাদের। সে কারণে প্রাণপন চেষ্টা চালায় করুনারত্নের দল। শুরুতে ওসাদা ফার্নান্দো ৫ রান করে আউট হয়ে গেলেও করুনারত্নে এবং কুশল মেন্ডিস মিলে দলকে এগিয়ে নেয়ার জোর চেষ্টা চালান।

দু’জনই করেন হাফ সেঞ্চুরি। ৫১ রান করে আউট হন অধিনায়ক করুনারত্নে। ১০৬ বলে ৫০ রান করে বিদায় নেন কুশল মেন্ডিসও। আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথিউজ কেবল ২ রান করে আউট হয়ে যান। এরপর দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা হাল ধরেন লঙ্কানদের।

চান্ডিমাল ৯২ বলে ৬২ রান করে আউট হয়ে গেলেও ক্যারিয়ারে ১০ম টেস্ট সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু দুর্ভাগ্য তার। ১৮৫ বলে ৯৮ রান করার পরই ডগ ব্রেসওয়েলের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন ডি সিলভা।

New zealand

শেষ দিকে নিশান মধুশঙ্কা ৩৯ রান করেন। ২০ রান করে আউট হন কাসুন রাজিথা। সব মিলিয়ে ১৪২ ওভার ব্যাটিং করে ৩৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লঙ্কানরা। আর মাত্র ৫৮টি রান করতে পারলে চতুর্থ ইনিংসে কিউইদের ব্যাটিংয়ে নামাতে পারতো তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি আর, পরাজয় বরণ করতে হলো ইনিংস ও ৫৮ রানের ব্যবধানে।

কিউইদের হয়ে ৩টি করে উইকেট নেন টিম সাউদি এবং ব্লেয়ার টিকনার। ২ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল এবং ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও ডগ ব্রেসওয়েল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।