এমবিএ করলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ মার্চ ২০২৩

পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম শীর্ষ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সুখবর জানিয়েছেন মাহমুদউল্লাহ। জানিয়েছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে ভীষণ ব্যস্ততা থাকলেও ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করার যথাসাধ্য চেষ্টা ছিল তার।

মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আমার সত্যিকারের প্রচেষ্টা নিয়ে চেষ্টা করেছি নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, এআইইউবি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ক্রিকেট ম্যাচ থাকায় সমাবর্তনে অংশ নিতে পারিনি। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এবং এআইইউবিকে কৃতজ্ঞতা।’

নিজের ক্রিকেট ক্যারিয়ারের মতোই এবার খুব একটা আলোচনায় আসেনি মাহমুদউল্লাহর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার খবরটি। কারণ একই দিনে গ্রাজুয়েট হয়েছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়েই ছিল সব আলোচনা।

তাছাড়া জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও একই দিনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।