জাকের ও রিশাদ কেন দলে? নান্নুর ব্যাখ্যা

সব ফরম্যাটেই বাংলাদেশ দলে এখন নতুনের আবাহন। আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে স্কোয়াডে প্রথম ডাক পেয়েছিলেন তাওহিদ হৃদয় আর জাকির হাসান। পরে জাকির হাসান আহত হওয়ার পর ৮ বছর পর ডেকে নেওয়া হয় রনি তালুকদারকে।
এবার সেই আইরিশদের সাথে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হলো দুই নতুন মুখ উইকেটকিপার কাম মিডল অর্ডার জাকের আলী অনিক আর লেগস্পিনার রিশাদ হোসেনকে। তাদের দুজনকে কেন নেওয়া হলো? নির্বাচকদের চিন্তাভাবনা কী?
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বুধবার এক ভিডিওবার্তায় দুই নতুন মুখকে নিয়ে কথা বলেছেন। জাকের আলী অনিককে নেওয়ার কারণ জানাতে গিয়ে নান্নু বলেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। তাই তাকে নেওয়া।’
শরিফুলকে ফেরানোর বিষয়ে নান্নুর ব্যাখ্যা, ‘শরিফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’
অনেকদিন পর দলে আবার একজন লেগস্পিনারের অন্তর্ভুক্তি ঘটলো। হঠাৎ কেন ও কি কারনে রিশাদ হোসেনের কথা ভাবা হলো? প্রধান নির্বাচকের জানালেন, ম্যানেজম্যান্টই দলে একজন লেগস্পিনার চেয়েছে।
নান্নু বলেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’
প্রধান নির্বাচক স্বীকার করলেন, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সাফল্যর কারণেই তারা আয়ারল্যান্ডের সাথে দল নিয়ে খানিক পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত সহজে নিতে পেরেছেন।
তার কথা, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’
এআরবি/এমএমআর/এএসএম