অগ্রণী ব্যাংকের প্রথম জয়

মার্শাল আইয়ুবের সেঞ্চুরি আর ইলিয়াস সানির ৫ উইকেট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২২ মার্চ ২০২৩
ফাইল ছবি

‘কথায় বলে পুরোনো চাল ভাতে বাড়ে।’ শুধুই প্রবচন নয়, বাস্তবেও এর প্রমাণ মেলে অনেক সময়। যেমন আজ ২২ মার্চ বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক আর ঢাকা লেপার্ডের ম্যাচে মিললো সেই পুরোনো প্রবচনের সত্যতা।

প্রায় হারিয়ে যাওয়া জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার মার্শাল আইয়ুব ও ইলিয়াস সানি দুর্দান্ত পারফর্ম করলেন। এক সময়ের অমিত সম্ভাবনার আধার স্টাইলিশ ব্যাটার মার্শাল আইয়ুব করলেন সেঞ্চুরি। আর জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ ইলিয়াস (যিনি ইলিয়াস সানি নামেই বেশি পরিচিত) নিলেন ৫ উইকেট।

দুই সিনিয়র ও অভিজ্ঞ পারফরমারের নৈপুণ্যে ভর করে বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঢাকা লেপার্ডের বিপক্ষে ১২১ রানের বিরাট জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। এবারের লিগে প্রথম দুই ম্যাচ হারা অগ্রণী ব্যাংকের এটা প্রথম জয়। অন্যদিকে ঢাকা লেপার্ড হারলো তৃতীয় ম্যাচের সবকটাতেই।

প্রথম ব্যাট করা অগ্রণী ব্যাংক ২৫৮ রানের লড়াকু পুুঁজি পায় মার্শাল আইয়ুবের ১০০ (১০৮ বলে তিন বাউন্ডারি ও ২ ছক্কায়) আর সাদমান ইসলামের ৭৩ রানের (৯ বাউন্ডারিতে ১০৪ বলে) ওপর ভর করে।

এরপর ইলিয়াস সানি বল হাতে জ্বলে উঠে ৩৪ রানে ৫ উইকেট শিকার করলে মাত্র ১৩৭ রানে গুঁড়িয়ে যায় ঢাকা লেপার্ডের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
অগ্রণী ব্যাংক: ৫০ ওভারে ২৫৮/৭ (মার্শাল আইয়ুব ১০০, সাদমান ইসলাম ৭৩, আজিম নাজির কাজী ২৮; সালাউদ্দীন শাকিল ৩/৪৫, সোহেল রানা ২/৫০, চতুরঙ্গা ডি সিলভা ২/৪৯)

ঢাকা লেপার্ড: ৩৬.৩ ওভারে ১৩৭/১০ (সাব্বির হোসেন ২১, পিনাক ঘোষ ১৭, জুনায়েদ সিদ্দিকী ৭, রাকিবুল হাসান ১৭, মইন খান ৩১, চতুরঙ্গ ডি সিলভা ১৪; ইলিয়াস সানি ৫/ ৩৪)

ফল: অগ্রণী ব্যাংক ১২১ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।