বলের হিসাবে এটি দ্বিতীয় বড় জয়

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৩ মার্চ ২০২৩

ওয়ানডেতে এর আগে কখনও ১০ উইকেটের জয় পায়নি বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হয়ে গেলো ইতিহাস। ১০ উইকেটে জয়ী দলের তালিকাতে উঠে গেলো বাংলাদেশের নাম।

বাংলাদেশ আজ আয়ারল্যান্ডের ১০২ রানের লক্ষ্য তাড়া করেছে ১৩.১ ওভারেই। হাতে ছিল ২২১টি বল।

বলের হিসেবে টাইগারদের এর চেয়ে বড় জয় আছে মাত্র একটি। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়েকে চট্টগ্রামে ২২৯ বল হাতে রেখে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়টা ছিল ৬ উইকেটের। এবার ১০ উইকেটের।

১০ উইকেটের না হলেও এর আগে প্রতিপক্ষকে ৯ উইকেটে পাঁচবার হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে দুইবার। ওয়েস্ট ইন্ডিজকে একবার এবং জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়েছে একবার করে।

আর রানের হিসেবে ধরলে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে। গত ১৮ মার্চ সদ্য সমাপ্ত সিরিজেরই প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৮৩ রানের বড় ব্যবধানে হারায় তামিম ইকবালের দল।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।