এবার ৭৬ রানে অলআউট শ্রীলঙ্কা, কিউইদের কাছে বড় পরাজয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৩

ওয়ানডে ক্রিকেটে দিনের পর দিন খুবই বাজে দলে পরিণত হচ্ছে শ্রীলঙ্কা। যার আরও একটি প্রমাণ রাখলো তারা আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে। স্বাগতিকদের ২৭৪ রানের জবাব দিতে নেমে কেবল ৭৬ রানেই অলআউট হয়েছে দাসুন শানাকার দল। ফলে ১৯৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে লঙ্কানরা।

চলতি বছরই (১৫ জানুয়ারি) আরও একবার এমন কম রানে অলআউট হওয়ার ঘটনা ঘটেছিলো লঙ্কানদের। ভারতের বিপক্ষে থিরুভানান্তাপুরমে রোহিত শর্মা-বিরাট কোহলিদের করা ৩৯০ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে অলআউট হয়েছিলো মাত্র ৭৩ রানে। পরাজয় বরণ করেছে তারা ৩১৭ রানের বিশাল ব্যবধানে।

এবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় লঙ্কানরা। বোলাররা তাদের কাজটা ভালোভাবেই করেছিলো। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৪৯.৩ ওভারে অলআউট করেছিলো ২৭৪ রানে। এই রান পাড়ি দেয়া কঠিন কিছু ছিল না। কিন্তু কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১৯.৫ ওভারেই শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৭৬ রানে।

তিনজন মাত্র ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন। যার মধ্যে ২জন ছিলেন জেনুইন বোলার। সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১১ রান করেন চামিকা করুনারত্নে এবং ১০ রান করেন লাহিরু কুমারা। বাকিরা আসলেন আর গেলেন। কিউইদের মধ্যে তরুণ পেনার হেনরি শিপলি ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের দেখা পেলেন। ৭ ওভারে ৩১ রান দিয়ে এই ৫ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন ড্যারিল মিচেল এবং ব্লেয়ার টিকনার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চ্যাড বাউজের উইকেট হারিয়ে। তিনি ১৪ রান করে। ৪৯ বলে ৫১ রান করেন ফিন অ্যালেন। ২৮ বলে ২৬ রান করেন উইল ইয়ং। ৫৮ বলে ৪৭ রান করেন ড্যারিল মিচেল। টম ল্যাথাম ৫ রান করে আউট হলেও গ্লেন ফিলিপস ৩৯ এবং রাচিন রবিন্দ্র ৪৯ রান করে আউট হন। ১০ রান করেন ইস সোধি।

লঙ্কান বোলারদের মধ্যে চামিকা করুনারত্নে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা। ১টি করে উইকেট নেন দিলশান মধুশঙ্কা এবং দাসুন শানাকা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।