যে জায়গায় বদল এনে সফল হাথুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৬ মার্চ ২০২৩

তিনি আসতে না আসতেই জয়ের রথ সচল হয়েছে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে শুরু হয় বাংলাদেশে তার দ্বিতীয় ইনিংস। কিন্তু বীরের মতো লড়ে ওয়ানডে সিরিজ হারালেও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ করে রীতিমত চমক দেখিয়েছে টাইগাররা।

তারপর আইরিশদের সাথে ওয়ানডে সিরিজে আরও উজ্জ্বল, আরও সাবলীল, আরও স্বপ্রতিভ বাংলাদেশ। প্রতি খেলায় নিজেদের ছাপিয়ে যাওয়া। একটা সিরিজ থেকে যতরকম বড় অর্জন সম্ভব, এবার আয়ারল্যান্ডের সাথে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে তার সবটাই করে দেখিয়েছে তামিম ইকবালের দল।

প্রথম ম্যাচেই নিজেদের আগের সর্বোচ্চ দলগত স্কোর অতিক্রম করে ৩৩৮ রান তুলে ফেরা। ঠিক দুদিন পর একই মাঠে নিজেদের সর্বোচ্চ ৩৪৯ স্কোর গড়ে বসা। আর শেষ খেলায় আইরিশদের ১০১ রানে বেঁধে ফেলে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথম ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়া।

সব মিলে দারুণ এক সময় কাটছে টাইগারদের। দেখে মনে হচ্ছে টিম বাংলাদেশের ‘বৃহস্পতি এখন তুঙ্গে।’ কেউ কেউ এটাকে কোচ হাথুরুসিংহের জাদু বলে আখ্যায়িত করছেন।

তাদের কথা, হাথুরুসিংহের জাদুকরী ছোঁয়াতেই হঠাৎ বদলে গেছে টিম বাংলাদেশ। আসলেও কি তাই? হাথুরু নিজে কী মনে করেন?

হাথুরুসিংহে অবশ্য এমনটা মানতে নারাজ। তার সোজা কথা, ‘আমি মনে করি না কোনো কিছু পরিবর্তন হয়েছে। সব আগের মতোই আছে। সেই সব ক্রিকেটাররাই আছে, যেমন ছিল। তাদের স্কিল লেভেলও আছে অপরিবর্তিত।’

রোববার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হেড কোচ অনেক কথার ভিড়ে ক্রিকেটারদের স্কিল ও আত্মনিবেদন নিয়ে কথা বলতে গিয়ে অমন মন্তব্য করেন।

তাহলে কি কিছুই বদলায়নি? এমনি এমনি মাঠে ভালো খেলার ইচ্ছে দৃঢ় হয়েছে ক্রিকেটারদের? এমনিতেই আগের চেয়ে জিততে অনেক বেশি সংকল্পবদ্ধ মনে হচ্ছে পুরো দলকে?

হাথুরু মনে করেন, এই জায়গায় একটু বদলের হাওয়া আছে। আর তাই মুখে এ কথা, ‘একমাত্র ড্রেসিংরুমে ভেতরের আবহাওয়া একটু পাল্টেছে। ড্রেসিং রুমের কথোপকথনের ধরন পাল্টেছে।

ক্রিকেটারদের মানসিক দিক থেকে দৃঢ় রাখতে কোচ হাথুরু বলে দিয়েছেন, তোমরা সফল হও কিংব ব্যর্থ; আমাদের কাছে তোমরা মূল্যবান। তোমাদের মূল্য ঠিকই থাকবে। সাফল্য বা ব্যর্থতায় তোমাদের মূল্য বেশি কম হবে না ।

হাথুরুর ভাষায়, ‘আমাদের কাছে ক্রিকেটাররা মূল্যবান। কারণ তাদের স্কিল আছে বলেই জাতীয় দলে জায়গা পেয়েছে। তাই আমার মনে হয় না ক্রিকেটারদের কোনো কিছুই বদলেছে। তাদের স্কিল লেভেল আগে যা ছিল, এখনও তাই আছে।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।