স্বাধীনতা দিবস টি-টেন

নান্নু-রাজিনের ঝোড়ো ব্যাটিং, তবু লাল দলের কাছে হার সবুজ দলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৬ মার্চ ২০২৩

খেলোয়াড়ি জীবনের ইতি ঘটালেও তারা কেউই ক্রিকেটকে ‘বিদায়’ জানাননি। এখনও ক্রিকেটকে ঘিরেই সবার বসবাস। কেউ বোর্ড পরিচালক, কেউবা নির্বাচক, আবার কেউ কেউ কোচ, আম্পায়ার কিংবা ধারাভাষ্যকার।

সাবেক জাতীয় ক্রিকেটাররা আজ স্বাধীনতা দিবসে আবার ব্যাট ও বল হাতে তুলে নিয়েছিলেন। হোম অব ক্রিকেট শেরে বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ সবুজ আর বাংলাদেশ লাল দলের হয়ে।

তবে আজকের খেলাটি তাদের কাছেও খানিক নতুনত্বের খোরাক। কারণ খেলাটি ছিল ‘টি-টেন’। স্বাধীনতা দিবসের দিন বিকেলে ১০ ওভারে এ প্রদর্শনী ক্রিকেটে শেষ হাসি বাংলাদেশ লাল দলের।

৯৭’র আইসিসি ট্রফি বিজয়ী দলের অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে বাংলদেশ সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৮৭ রান। ২৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আবাহনীর এবারের প্রধান সহকারী কোচ রাজিন সালেহর ব্যাট থেকে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু খেলেন ২১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংসে দুটি করে চার-ছক্কা হাঁকান তিনি।

সবুজ দলের দুই ওপেনার আতাহার আলী (৭) ও নাইমুর রহমান দুর্জয় (০) কিছু করতে পারেননি। আশা ভরসার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রফিক তিন নম্বরে নেমে ৪ বলে ৩ রানে ফিরে গেলে বড়সড় স্কোরের পথ রুদ্ধ হয়ে যায়। রাজিন ও নান্নু চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে দলকে ৮০’র ঘরে পৌঁছে দেন। তবে তা যথেষ্ট ছিল না।

নান্নু-রাজিনের ঝোড়ো ব্যাটিং, তবু লাল দলের কাছে হার সবুজ দলের

তুলনামূলক কম বয়সী ক্রিকেটারে গড়া লাল দলের তরুণরা ৫ উইকেট হাতে রেখে ৩ বল আগে ওই রান টপকে যান। বল হাতে ১১ রানে ২ উইকেট দখল করা তালহা জুবায়ের নিচের দিকে ২২ বলে ১৯ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া এহসানুল হক সিজান ১৮ ও আব্দুর রাজ্জাক ১৯ রানের দুটি ইনিংস খেলে দল জেতাতে ভূমিকা রাখেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ সবুজ দল: ১০ ওভারে ৮৭/৩ (আতাহার আলী ৭, নাইমুর রহমান দুর্জয় ০, মোহাম্মদ রফিক ৪, রাজিন সালেহ অপরাজিত ৩৫, মিনহাজুল আবেদিন নান্নু অপরাজিত ৩১; তালহা জুবয়ের ২/১১, মোর্শেদ আলী খান সুমন ১/১২)

বাংলাদেশ লাল দল: ৯.৩ ওভারে ৮৮/৫ (মেহরাব হোসেন অপি ০, জাভেদ ওমর বেলিম ৩, তুষার ইমরান ৪, এহসানুল হক সিজান ১৮, হাসানুজ্জামান অপরাজিত ১০, আব্দুর রাজ্জাক ১৯, তালহা জুবায়ের অপরাজিত ১৯; মোহাম্মদ রফিক ২/১৪, হাসিবুল হোসেন শান্ত ১/২৪, নাজমুল ১/১৩, খালেদ মাহমুদ ১/২১)

ফল: বাংলাদেশ লাল দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তালহা জুবায়ের।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।