সাকিব-লিটনরা আইপিএলের ছাড়পত্র পেয়েছেন, এমন খবরে অবাক পাপন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ৩১ মার্চ ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ। ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলায় একমাত্র টেস্ট। এদিকে আজ (৩১ মার্চ) থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স এবার কিনেছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর লিটন দাসকে।

কিন্তু আইরিশদের টেস্ট পাঁচদিন গড়ালে শেষ হবে ৮ এপ্রিল। তার মানে আইপিএলে যোগ দিলে এই টেস্টে খেলতে পারবেন না সাকিব আর লিটন।

এরই মধ্যে একটি খবর চাউর হয়ে গেছে, সাকিব-লিটন নাকি আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবেন না। তাদের আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) দিয়ে দিয়েছে বিসিবি। সত্যিই কি তাই?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও জোর গলায় বললেন, তারা ক্রিকেটারদের এনওসি দেননি। ফলে সাকিব-লিটনের (মোস্তাফিজ টেস্ট দলে থাকেন না সাধারণত) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলার কোনো কারণ নেই।

শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (ক্রিকেটাররা) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

এ সময় এনওসি ইস্যুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তো কিছু জানাইনি। আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। জানি না কেন বারবার এটা নিয়ে কথা বলতে হয়। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে!’

সাকিব-লিটনরা ঢাকা টেস্টে খেলবেন কিনা, এমন প্রশ্নে পাপন বলেন, ‘সেটা পরে। টেস্টে খেলবে না মানেই তো এটা না যে, আইপিএলে যাবে। সবগুলো মেলাবেন না। একটা নিয়ে থাকেন। আমি না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরড না। খেলবে না কেন?’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।