টানা ৬ ম্যাচে জয় মাশরাফি লিজেন্ডস অফ রূপগঞ্জের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০১ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

প্রাইম ব্যাংক আগের ম্যাচ হেরে খানিক পিছিয়ে। শেখ জামালের জয়রথও আজ থামলো। মোহামেডানের কাছে হেরে এবারের প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ নিল গতবারের চ্যাম্পিয়নরা।

কিন্তু মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের জয়রথ থামেনি। আজ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপকে ৬ উইকেটে হারিয়ে লিগে টানা ৬ নম্বর জয়ের স্বাদ নিল গতবারের রানার্সআপরা।

লক্ষ্য ছোট ছিল না। জিততে হলে লিজেন্ডস অব রূপগঞ্জের দরকার ছিল ২৭৮ রান। কিন্তু তরুণ অলরাউন্ডার সাব্বির হোসেন, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর আর ভারতের চিরাগ জানির ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেট খুইয়ে ১৪ বল আগেই জয় তুলে নিয়েছে মাশরাফির দল।

দিন শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুর ৯৭ বলে ৭৭ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন। সাব্বির হোসেন (৭৪ বলে ৬৬) আর ভারতের চিরাগ জানি (৫২ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা) ও দল জেতাতে রাখেন কার্যকর অবদান।

অথচ প্রথম সেশনে দারুণ সেঞ্চুরি করেও দিন শেষে হতাশায় ডুবলেন গাজী গ্রুপের ভারতীয় রিক্রুট টি রবি তেজা। ১১১ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে ১০৩ রানের ইনিংস খেলেন রবি তেজা। তার ইনিংসটির ওপর ভর করে ২৭০-এর ঘরে রান রাখে গাজী গ্রুপ। কিন্তু সে শতক গেছে ভেস্তে। ওই পুঁজিও যথেষ্ঠ ছিল না।

প্রথম সেশনে বল হাতে উইকেটশূন্য ও প্রতিপক্ষ ব্যাটারদের হাতে মার খেয়ে ৫৯ রান দিয়েও দিন শেষে হাসিমুখ লিজেন্ডস অব রূপগঞ্জ ক্যাপ্টেন মাশরাফির।

গাজী গ্রুপ: ২৭৭/১০, ৪৮.১ ওভার (হাবিবুর রহমান সোহান ৯, মেহেদি মারুফ ০, ফরহাদ হোসেন ০, টি রবি তেজা ১০৩, মাহমুদুল হাসান ৫৫, আকবর আলী ২১, জুবারুল ২০, এনামুল ২২, কাজী অনিক ২৮, আল আমিন হোসেন ৫/৫৭, চিরাগ জানি ২/৩৮, সোহাগ গাজী ২/৪৮, নাইম ইসলাম জুনিয়র ১/৪৯, মাশরাফি ০/৫৯)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৮০/৪, মুনিম শাহরিয়ার ১৪, পারভেজ হোসেন ইমন ৩৭, সাব্বির রহমন ৬৬, ইরফান শুক্কুর ৭৭*, চিরাগ জানি ৬৮, তানভির হায়দার ১৫ অপরাজিত, এনামুল হক, কাজী অনিক, নিহাদউজ্জামান ও জহুরুল ১টি করে উইকেট।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।