মোস্তাফিজদের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার
অবশেষে স্বস্তি ফিরলো দিল্লি ক্যাপিটালস শিবিরে। টানা পাঁচ ম্যাচ হারের পর জয় পেলো মোস্তাফিজদের দল। এরই মধ্যে এলো চুরি যাওয়া ব্যাট-প্যাডসহ সরঞ্জামাদি উদ্ধারের খবর।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে দিল্লি। এই ম্যাচের আগেই সমস্যার মুখে পড়েছিলেন ওয়ার্নার-মোস্তাফিজরা।
কেননা ম্যাচের আগে ক্রিকেটারদের বেশ কিছু সরঞ্জাম চুরি যায়। অবশেষে দল জেতার পাশাপাশি স্বস্তি মিলেছে ওয়ার্নারের দলের। কারণ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা দামি ব্যাট, প্যাডসহ বিভিন্ন চুরি যাওয়া সরঞ্জাম ফিরে পেয়েছেন।
দিল্লি পুলিশের হাতে চোরেরা ধরাও পড়েছে। এই খবর জানিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার ইনস্টাগ্রাম পেজে সমর্থকদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন তিনি।
দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, 'আমরা দিল্লি পুলিশের সহায়তায় আমাদের হারিয়ে যাওয়া মূল্যবান ক্রিকেট সরঞ্জাম ফিরে পেয়েছি। এছাড়াও চোরকে পুলিশ ধরেছে। এইজন্য আমি দিল্লি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে বেশ কিছু সরঞ্জাম আমরা এখনও খুঁজে পাইনি।'
চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলে যখন দিল্লিতে ফিরছিলেন ক্রিকেটাররা, তখনই তাদের সরঞ্জাম চুরি যায়। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি হয়ে যায়। এই জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লাখ টাকা।
বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে দিল্লির ক্রিকেটাররা হোটেলে ঢুকেই বুঝতে পারেন, তাদের কিট ব্যাগ থেকে ব্যাট-প্যাডসহ দরকারি অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিল্লি কর্তৃপক্ষ।
এমএমআর/এমএস