উইলিয়ামসনকে বিশ্বকাপে নিতে ‘বিকল্প বুদ্ধি’ নিউজিল্যান্ডের
হেড কোচ গ্যারি স্টিড এখনও কেন উইলিয়ামসনকে বাতিলের খাতায় ফেলে দেননি। চোটগ্রস্থ হলেও তাকে বিশ্বকাপে নিয়ে যাবেই নিউজিল্যান্ড। প্রয়োজনে তাকে করা হবে কিউই দলের ‘মেন্টর’।
আইপিএল খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পেয়েছেন উইলিয়ামসন। চোট বেশ গুরুতর, তাই অস্ত্রোপচার লেগেছে। হাঁটুতে এখনও ব্রেস পরানো আছে কিউই তারকার। মনে হচ্ছে না, ভারতে আসন্ন বিশ্বকাপে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন।
তবে কিউই কোচ গ্যারি স্টিড এখনও আশাবাদী। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসনের চোট নিয়ে তিনি বলেন, ’দেখুন, এটা নিয়ে এখনই বলা খুব কঠিন। তার অপারেশন হয়েছে, আমরা এখন পর্যন্ত এটাই জানি। পুনর্বাসনের খুবই প্রাথমিক পর্যায়ে আছে সে।’
নিউজিল্যান্ড কোচ যোগ করেন, ’এখন যে অবস্থা, তাকে (বিশ্বকাপে) পাওয়া যাবে কিনা অনিশ্চিত। তবে আমরা তার মানের একজনকে বাদও দিতে পারি না। সে দলকে যা এনে দিতে পারে, এখনও সুযোগ আছে। তবে সেটা বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’
যদি শেষ পর্যন্ত ভারতে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে উইলিয়ামসন খেলোয়াড় হিসেবে যেতে না পারেন, মেন্টর হিসেবে যাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে স্টিড বলেন, ’হ্যাঁ, অবশ্যই (সে সুযোগ আছে)।’
এমএমআর/জেআইএম