যেভাবে ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২১ মে ২০২৩

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাকে ওয়ানডে ফরম্যাটে খেলার প্রস্তাব দিয়েছে কাউন্টির দল ওয়ারউইকশায়ার।

গত কয়েক বছরে বাংলাদেশ দলের অন্যতম ধারাবাহিক পারফরমার মিরাজ। মূল দায়িত্ব বোলিং হলেও দলের বিপদে ব্যাটিংয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কীর্তি অনেক আছে এই অলরাউন্ডারের। তার দুরন্ত পারফরম্যান্স নজর এড়ায়নি ইংলিশদের।

মিরাজের কাউন্টিতে খেলার প্রস্তাব এসেছে মূলত স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে। সবশেষ ডিপিএলে মোহামেডানের হয়ে মিরাজের সঙ্গে খেলেছিলেন লিনটট।

বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে মিরাজ জানান, ‘এবারের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় মোহামেডানের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট আমাকে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রস্তাব দিয়েছেন। তখন আমি হ্যাঁ-না কিছুই বলিনি। এবার আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার পরও তিনিই আমাকে আবার বলেছেন, তুমি চাইলে আগামী আগস্টে ওয়ারউইকশায়ারের হয়ে ওয়ানডে খেলতে পারো।’

‘আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি খেলার। তবে যেহেতু আগস্টে টুর্নামেন্টটি, এখনও তিন মাস প্রায় বাকি। কাজেই এখনই বলতে পারছি না, খেলা সম্ভব হবে কিনা। কারণ আগস্টে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা আছে। যদি তারা আসে, তাহলে পারব না। তা না হলে পাঁচ-ছয়টা ম্যাচ খেলার ইচ্ছে আছে’-যোগ করেন মিরাজ।

সেটা মিরাজ চাইলে পারতে পারেন, কেননা সেপ্টেম্বরে এশিয়া কাপ যে দেশেই (আয়োজক পাকিস্তান, তবে নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে) হোক না কেন, আগস্টে জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলা না থাকলে মিরাজকে হয়তো ছাড়পত্র দিয়ে দেবে বিসিবি।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।