আন্তঃকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৩ মে ২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত আন্তঃকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ।

রোববার (২১ মে) এআইইউবি স্পোর্টস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একেএম রহমত উল্লাহ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কমার্স কলেজ। এ চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

এইইউবি আয়োজিত এবারের আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। স্টামফোর্ড কলেজের ইয়াসিন ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি জিতেছেন। ঢাকা কমার্স কলেজের সাব্বির ম্যান অব দ্য ফাইনালের ট্রফি পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে রাজধানীর ৩৬টি কলেজ অংশ নিয়েছে বলে এআইইউবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।