বাংলাদেশের চেয়ে ৩১ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল
সাদমান ইসলাম, নাইম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুরের মত প্রতিষ্ঠিত ব্যাটারদের কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। নিচের দিকে নাইম হাসান চেষ্টা করলেও তা ছিল অপ্রতুল। মিডল অর্ডার সাহাদাত হোসেন দিপু একাই লড়েছেন।
তার ৭৩ রানের ইনিংসটির ওপর ভর করেই ২০০ পেরিয়ে ২৩০-এর ঘরে গিয়ে ঠেকে বাংলাদেশ এ দলের প্রথম ইনিংস; কিন্তু তা নিয়েও লিড নেয়া সম্ভব হয়নি।
যদিও বোলাররা প্রাণপন চেষ্টা করে সফরকারী ওযেস্ট ইন্ডিজ এ দলের ৬ উইকেটের পতন ঘটিয়েছেন। আজ বুধবার সিলেটে দ্বিতীয় চারদিনের খেলার দ্বিতীয় দিন শেষে জাকির হাসানের দল পিছিয়ে ৩১ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসে সব উইকেটে করা ২৩৭ রানের জবাবে ক্যারিবীয়দের স্কোর ৬ উইকেটে ২৬৮ রান।
আগের দিনের ৫ উইকেটে ১৭৫ রান নিয়ে খেলতে নেমে আজ আর ৬২ রানে বাকি ৫ উইকেট হারায় বাংলাদেশ। এদিন রান যা করার করেন, সাহাদাত হোসেন দিপু। ১৮ রানে নট আউট দিপু আজ ৭৩ রানে আউট হন। ১২৪ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো ছিল এ ইনিংস। ১২ রানে অপরাজিত অফস্পিনার নাইম হাসান আউট হন আর মাত্র ৫ রান যোগ করেই।
স্বাগতিক ‘এ’ দলের তিন লেট অর্ডার পেসার তানজিম সাকিব (০) বাঁ-হাতি স্পিনার তানভির (৪) ও আরেক পেসার খালেদ (০) মিলে মাত্র ৪ রান করেন।
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ২৩৭/১০, ৬৫.৩ ওভার (জাকির হাসান ১৮, সাদমান ইসলাম ১৫, সাইফ হাসান ৩১, নাইম শেখ ৫, সাহাদাত হোসেন দিপু ৭৩, আফিফ হোসেন ধ্রুব ৩৭, ইরফান শুক্কুর ২১, নাইম হাসান ১৭, তানজিম সাকিব ০, তানভির ৪, সৈয়দ খালেদ ০; জর্ডান ৫/৪৫, কেভিন সিনক্লেয়ার ২/৪৪ ও অ্যান্ডারসন ঘোয়েল ২/৬৭)।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংস: ২৬৮/৬, ৭৩ ওভার (কির্ক ম্যাকেঞ্জি ৯১, রেমন এন্টন ৩৭, অ্যালিক স্টিভেন ৪৫, কেসি উইডিস ৬৮, জহুয়া মিচেল ব্রাটিং ৯; সাইফ হাসান ২/৩৭, তানজিম সাকিব ০/৪১, খালেদ ১/৪৬ নাইম হাসান ১/৮০, তানভির ১/৪৫)।
এআরবি/আইএইচএস/জিকেএস