বাংলাদেশ ‘এ’ দল ১৬৬ রানে এগিয়ে

প্রথম ইনিংসে ১০৮ রানে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে সিলেটে চারদিনের ম্যাচের তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ১৬৬ রানে এগিয়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করা মিডল অর্ডার শাহাদাত হোসেন দিপু আবার হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন। তার সাথে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়ছেন ওপেনার সাদমান ইসলাম আর উইকেটকিপার ইরফান শুক্কুর।
এ তিনজনের জোড়া ফিফটিতে প্রথম ইনিংসে ২৩৭ রান করা স্বাগতিক ‘এ’ দল আজ বৃহস্পতিবার তৃতীয় দিন ৫১ রানে ২ উইকেট খুইয়ে বসে। ওপেনার সাদমান ইসলাম ১২৭ বলে ৯ বাউন্ডারিতে ৭৪ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে টপঅর্ডারে বাকিদের ঘাটতি পুষিয়ে দেন।
সাদমান ছাড়া অধিনায়ক জাকির হাসান (১৩), সাইফ হাসান (১৬), নাইম শেখ (৩৬ বলে ২৮) ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব (৪) কার্যকর ভূমিকা নিতে পারেননি।
তারপর শাহাদাত হোসেন দিপু (৬৮ বলে ৭ বাউন্ডারিতে ৫০) ও ইরফান শুক্কুরের (৮৫ বলে ১১ বাউন্ডারিতে অপরাজিত ৬৪) জোড়া হাফসেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৭৪। তাতেই মিলেছে ১৬৬ রানের লিড।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল প্রথম ইনিংস শেষ হয় ৩৪৫ রানে। এর আগে দ্বিতীয় দিনের ৬ উইকেটে তোলা ২৬৮ রান নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার পেসার তানজিম সাকিবের বিধ্বংসী বোলিংয়ে আর ৭৭ রানে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা।
সবকটা উইকেটই জমা পড়ে তানজিম সাকিবের পকেটে। আগের দিন ৪১ রানে কোনো উইকেট না পাওয়া তরুণ পেসার সাকিব ১৯.১ ওভার বল করে ৫৯ রানে পতন ঘটিয়েছেন ৪ উইকেটের। আর তাতেই ৩৪৫ রানে (৯৬.১ ওভার) শেষ হয় সফরকারিদের প্রথম ইনিংস। ১০৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ‘এ’ দলের শুরু ভালো হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে ৬৫.৩ ওভারে ২৩৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ২৭৪/৬ (জাকির ১৩, সাদমান ৭৪, সাইফ ১৬, নাইম শেখ ২৮, সাহাদাত দিপু ৫০, আফিফ হোসেন দিপু ৫০, আফিফ হোসেন ৪, ইরফান শুক্কুর ৬৪ অপরাজিত, নাইম হাসান ১৪ অপরাজিত; আকেম কেভিন ২/৩৮, কেভিন ওসওয়াল্ড ৩/৭৬, রেমন্ড অ্যান্টন ১/৪৮)
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংস: ১২৬.১ ওভারে ৩৪৫/১০ (কির্ক ম্যাকেঞ্জি ৯১, রেমন এন্টন ৩৭, অ্যালিক স্টিভেন ৪৫, কেসি উইডিস ৬৮, জহুয়া মিচেল ৪৭, কেভিন ওসওয়ার্ল্ড ৩২; তানজিম সাকিব ৪/৫৯, সাইফ হাসান ২/৩৭, খালেদ ১/৫৯, নাইম হাসান ১/৯৪, তানভির ১/৭৫)
এআরবি/এমএমআর/জেআইএম