বিস্ফোরক ইনজামাম

‘এশিয়া কাপ তো পাকিস্তানের একার টুর্নামেন্ট নয়, তাই না?’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৭ মে ২০২৩

ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেললে, পাকিস্তান ক্রিকেট দলও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। সম্প্রতি এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

তার এই বক্তব্যে দ্বিমত পোষণ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন পিসিবি বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে। পাকিস্তানের উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা জয় করে আনা। এতেই তাদের গালে চপেটাঘাত হবে।’

তবে আফ্রিদির সঙ্গে নয়, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক একমত নাজাম শেঠির সঙ্গে। সরাসরি শেঠির প্রসঙ্গ না টানলেও তিনি যা বলেছেন, তাতে শেঠিকেই সমর্থন করা হচ্ছে।

এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এশিয়া কাপের ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে যায়। এরপরেই পিসিবির পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়। যাতে পিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে।

পিসিবি প্রস্তাব দেয় ভারতের ম্যাচগুলো বাইরে আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে খেলার। কিন্তু তাতেও সাড়া দেয়নি ভারত। ফলে এশিয়া কাপ আদৌ আয়োজন হবে কি হবে না তা নিয়েই প্রশ্ন রয়েছে।

এমন আবহেই পেশোয়ার জালমি দ্বারা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইনজামাম উল হক মন্তব্য করেছেন, ভারত পাকিস্তানে খেলতে রাজি না হলে পাকিস্তানেরও উচিত নয় ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলা।

ইনজামাম বলেন, ‘দেখুন, আমার স্পষ্ট বক্তব্য ক্রিকেটটা যেখানেই খেলা হোক না কেন সেখানে গিয়ে অবশ্যই খেলা উচিত। এটা আমি শুধুমাত্র পাকিস্তানকে বলছি না। আমি সমস্ত দেশকে এই বার্তাটা দিচ্ছি।’

পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক কাম কোচ যোগ করেন, ‘এই যে এশিয়া কাপটা হওয়ার কথা রয়েছে, এটা তো শুধু পাকিস্তানের একার টুর্নামেন্ট নয়, তাই না? এটা তো এশিয়ার পর্যায়ের একটা টুর্নামেন্ট। এটা যেখানেই খেলা হোক না কেন সমস্ত দল যাতে খেলতে আসে সেটা নিশ্চিত করা উচিত।’

‘কোনও দল যদি আমাদের দেশে এসে খেলতে না চায়, তাহলে আমাদেরও তাদের দেশে খেলতে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে আমরা কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারি। তবে খেলব না, এটা বলাটা কখনও ঠিক নয়’-পরিষ্কার কথা ইনজামামের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।