আইপিএল ফাইনালে বৃষ্টির হানা, টসে বিলম্ব

অবশেষে সামনে সেই মাহেন্দ্রক্ষণ। আইপিএল ২০২৩-এর চ্যাম্পিয়ন ঠিক হবে আজ (রোববার)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুুখি গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস।
হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স টানা দ্বিতীয়বার শিরোপা জিতবে নাকি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পঞ্চমবারের মতো ট্রফি হাতে নেবে? সেই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-সমর্থকরা।
আরও পড়ুন>ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?
কিন্তু বহুল প্রতীক্ষিত আইপিএল ফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস করা যায়নি। তাই ম্যাচ শুরু হতেও বিলম্ব হবে।
এমএমআর/জিকেএস