লতার সেঞ্চুরি, মাত্র ৩৬ রানে অলআউট প্রতিপক্ষ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ মে ২০২৩

এবারের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হলেন লতা মণ্ডল। আজ (রোববার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে অনবদ্য শতক উপহার দিয়েছেন লতা।

লতার সেঞ্চুরির (১০১ বলে ৯ বাউন্ডারিতে ১০০ অপরাজিত) সাথে যুক্ত হয় তাজের ৫২ আর স্বর্ণার অপরাজিত ৪১ রানের দুটি কার্যকর ইনিংস। যার ওপর ভর করে ২৮১ রানের বিশাল জুটি গড়ে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।

এরপর লেগস্পিনার ফাহিমা খাতুন আর বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণিতে মাত্র ৩৬ রানে গুঁড়িয়ে যায় কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি।২৪৫ রানের বিশাল জয় পায় খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।

লেগস্পিনার ফাহিমা ৭ ওভারে ৪ মেইডেনসহ মাত্র ৩ রানে পতন ঘটান ৪ উইকেটের। অন্যদিকে বাঁহাতি সানজিদা আক্তার ৭ রানে দখল করেন ৩ উইকেট।

ওদিকে বিকেএসপি ১ নম্বর মাঠে সিটি ক্লাবের মেয়েদের ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। ফাতেমা জাহান সোনিয়া ১০ ওভারে ৫ মেইডেনসহ ১৩ রানে ৪ উইকেট দখল করলে সিটি ক্লাবের ইনিংস আটকে থাকে ১২৪ (৯ উইকেটে) রানে।

১২৫ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করেও জিততে ঘাম ঝরাতে হয় আকাশি-হলুদ নারীদের। টপ অর্ডারে মুরশিদা (২), শারমিন (০), আফিয়া (২৭ ) ও ইসমা (৩) কম রানে সাজঘরে ফিরলে এক পর্যায়ে ৩৫ রানে ৪ উইকেট হারায় আবাহনী। এ বিপদে হাল ধরেন শিভানী (৩২*) আর শম্পা (৩৫*)। তারা পঞ্চম উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ৬ উইকেট হাতে রেখে ৮০ বল আগে জয় পায় আবাহনী।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।