জীবন পেয়ে ঝড় তুলে ফিরলেন গিল
আইপিএলের ফাইনাল। রোববার নির্ধারিত দিনে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ (সোমবার) রিজার্ভ ডেতে হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচটি।
টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় ওভারেই ধাক্কা খেতে পারতো গুজরাট। তুষার দেশপান্ডের বলে স্কয়ার লেগে শুভমান গিলের সহজ ক্যাচ ফেলে দেন দীপক চাহার। গিল তখন ২ রানে।
গিল জীবন পাওয়ার পর ভয়ংকর হয়ে উঠেন। পাওয়ার প্লেতে তিনি আর ঋদ্ধিমান সাহা মিলে উড়ন্ত সূচনা এনে দেন গুজরাটকে। ৬ ওভারে তারা তোলে ৬২ রান।
জীবন পাওয়া গিল হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ধোনির স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। ২০ বলে ৭ বাউন্ডারিতে গুজরাট ওপেনার করেন ৩৯।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.২ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। ঋদ্ধিমান সাহা ২৩ বলে ২৯ আর সাই সুদর্শন ১ বলে ১ রানে অপরাজিত আছেন।
এমএমআর/এএসএম