ইনজুরিতে দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০১ জুন ২০২৩

পুরো আইপিএল সুস্থ এবং ফিট থেকে খেলে গেলেন রশিদ খান। আইপিএল ফাইনালেও তার সার্ভিস পুরোপুরি পেয়েছে গুজরাট টাইটান্স। কিন্তু আইপিএল শেষ হতে না হতেই আফগানিস্তান ক্রিকেট দলের জন্য দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন দলটির সেরা ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল (২ জুন) থেকে। তার আগে বড় ধাক্কা খেলো আফগানিস্তানের ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও আশা করা হচ্ছে, ৭ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে রশিদ খানের ফেরার কথা রয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড রশিদ খানের ইনজুরির আপডেট জানিয়ে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। টুইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ড লিখেছে, ‘পিঠের নিচের অংশে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে থেকে বাদ পড়েছেন রশিদ খান। তিনি পুরোপুরি মেডিক্যাল পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। আশা করছি, ৭ জুন শেষ ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।’

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানতোতায়। প্রথম ম্যাচ ২ জুন, দ্বিতীয় ম্যাচ ৪ জুন এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এখানে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে রশিদ খানদের আফগানিস্তান।

প্রথম দুই ম্যাচে রশিদ খানের না থাকা আফগানিস্তানের সমস্যা বাড়াতে পারে। তার অনুপস্থিতিতে বোলিংয়ের দায়িত্ব থাকবে মোহাম্মদ নবি, মুজিব-উর রহমান ও তরুণ স্পিনার নুর আহমদের ওপর। দেশের হয়ে মাত্র একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন নুর। আফগান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শাহিদি।

আফগানিস্তান ওডিআই স্কোয়াড

হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ উমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নুর আহমদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমদ মালিক।

রিজার্ভ খেলোয়াড়: গুলবাদিন নাইব, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই, জিয়াউর রহমান আকবর।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।