হৃদয়ের স্কিল অনেক ভালো, সে অনেক ওপরে উঠবে: পোথাস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০১ জুন ২০২৩

শেরে বাংলা স্টেডিয়ামে গত তিন-চার দিন ধরে জাতীয় দলের ১২-১৪ জন ক্রিকেটার অনুশীলন করছেন। সেটা জাতীয় দলের অনুশীলন অবশ্যই। তবে সে প্র্যাকটিসে নেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি আসবেন ৩ জুন মানে আগামী শনিবার।

ধারণা করা হচ্ছে ৪ জুন থেকে হাথুরুসিংহের অধীনে মূল অনুশীলন শুরু হবে। এখন চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত প্রস্তুতি। সঙ্গে প্রধান সহকারী কোচ নিক পোথাসসহ আছেন কজন ভিনদেশি কোচিং স্টাফও।

হোম অব ক্রিকেটের এ অনুশীলনে নিক পোথাসকে দেখা গেল নতুন ব্যাটিং প্রতিভা তাওহিদ হৃদয়কে নিয়ে কাজ করতে। হৃদয়কে কেমন দেখলেন পোথাস?

বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রীতিমত উচ্ছাস প্রকাশ করেছেন পোথাস। এ দক্ষিণ আফ্রিকান কোচের ধারণা, হৃদয় অনেক ওপরে উঠবে।

পোথাস বলেন, ‘সে ফ্যান্টাস্টিক কিড। তার মৌলিক জ্ঞান অবিশ্বাস্য। সেই সাথে অনেক ভালো স্কিল। হৃদয় অনেক ওপরে উঠতে পারবে এটা আমার বিশ্বাস। দিনশেষে দলের ফলাফলই মুখ্য। তাই একজন কোচ হিসেবে আমি সেই চেষ্টাই করব, সে যেন তার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে পারে। এখন পর্যন্ত যতটা দেখেছি, ভেরি এক্সাইটিং।’

পোথাস যোগ করেন, ‘সে উইকেটের চারপাশেই দারুণ খেলা একজন ব্যাটার। হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে নবীন পারফরমার। তবে তার সবরকম পরিবেশ-পরিস্থিতিতে মানিয়ে নেয়ার সামর্থ্য আছে। সবচেয়ে বড় কথা হলো, হৃদয় খুব দ্রুতই নিজেকে মেলে ধরেছে। বেশিরভাগ তরুণ ক্রিকেটারই হৃদয়ের মত এত চটজলদি নিজেকে মেলে ধরতে পারে না।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সে তরুণ। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক ভিন্ন। হৃদয়ের সব সমস্যা সমাধানের সামর্থ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সবাই ওর মতো পারফর্ম করতে পারে না। তার শেখার আগ্রহ অনেক বেশি’-পোথাসের মূল্যায়ন।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।