আফগানদের নাকাল করে সিরিজে ফিরলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৪ জুন ২০২৩

প্রথম ওয়ানডেতে আফগানিস্তান সহজেই হারিয়েছিল শ্রীলঙ্কাকে (৬ উইকেটে)। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়ালো লঙ্কানরা। এবার আফগানদের রীতিমত নাকাল করে ছাড়লো স্বাগতিক দল।

হাম্বানটোটায় আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে তারা ফিরিয়েছে ১-১ সমতা।

কেউ সেঞ্চুরি পাননি। তবু টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৪৩, দিমুথ করুনারত্নে ৫২, কুশল মেন্ডিস ৭৮, সাদিরা সামারাবিক্রমা করেন ৪৪ রান।

শেষদিকে ধনঞ্জয়া ডি সিলভা ২৪ বলে অপরাজিত ২৯, অধিনায়ক দাসুন শানাকা ১৩ বলে ২৩ আর ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলেই খেলেন অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংস।

আফগানিস্তানের ফরিদ আহমেদ আর মোহাম্মদ নবি নেন দুটি করে উইকেট।

জবাবে ৪২.১ ওভারেই ১৯১ রানে গুটিয়ে যায় আফগানরা। হাফসেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান (৫৪) আর হাসমতউল্লাহ শহিদি (৫৭)। রহমত শাহ ৩৬ আর আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ২৮ রান। বাকিরা কেউ ৫ রানও করতে পারেননি।

লঙ্কান দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আর ধনঞ্জয়া ডি সিলভা নেন তিনটি করে উইকেট।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।