রানিং আর জিম শুরু করলেন সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৮ জুন ২০২৩

হাতের আঙুলে চিড়। তাই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারবেন না। ছিলেন যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে। ধারণা ছিল তিনি টেস্ট চলাকালীন হয়তো আমেরিকায়ই থাকবেন।

কিন্তু গত ৫ জুন সকালে হঠাৎ নীরবে দেশে ফিরেছেন সাকিব। কেন হঠাৎ তিনি দেশে ফিরে আসলেন? ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ী মহলে নানা কৌতুহলী প্রশ্ন।

সামনে আফগানিস্তানের সাথে ওয়ানডে আর টি-টেয়েন্টি সিরিজ, তারপর এশিয়া কাপ আবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সম্ভবত সাকিব পরের সিরিজগুলোর জন্যই নিজেকে তৈরি করে রাখছেন।

এছাড়া যেহেতু তিনি টেস্ট অধিনায়ক, তাই আফগানদের সাথে টেস্টের আগে নিজ দলের পাশে থাকার তাগিদটাও অনুভব করেছেন। তার প্রমাণ ছিল, দেশে ফিরে ৬ জুন সকাল সকাল টিম প্র্যাকটিসে শেরে বাংলায় চলে যাওয়া। যদিও কোনো কার্যক্রমে অংশ নেননি।

দুদিন আগে মাঠে গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে খানিকক্ষণ একান্তে কথা বলতে দেখা যায় সাকিবকে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রীতিমত ট্রেনিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার।

শীর্ষ তারকা মাঠে এসেছেন, নিশ্চয়ই ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তেমনটাই লিখেছেন। কিন্তু আসলে তা নয়।

বৃহস্পতিবার থেকে আবার মাঠের অনুশীলনে সাকিব। তবে ক্রিকেট প্র্যাকটিস বা স্কিল ট্রেনিং নয়। ব্যাট ও বল হাতে নেননি। মূলত ফিজিক্যাল ট্রেনিং করেছেন।

সকাল ৯টা থেকে প্র্যাকটিস ছিল বাংলাদেশ দলের। একদম সময়মতো হাজির সাকিব। তামিম ইকবাল ছাড়া সাকিবের সমসাময়িক অন্য সঙ্গীরা সবাই শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাট ও বল হাতে নিজেকে ঝালিয়ে নিলেন। কিন্তু সাকিব ওসবের ধারপাশ দিয়েও গেলেন না।

প্রথমে শেরে বাংলায় কিছুটা সময় রানিং। তারপর চলে গেলেন একাডেমি ভবনে, জিম করতে। জিমনেসিয়ামে অনেকটা সময় কাটিয়ে ফিরলেন। সবমিলে এক থেকে দেড় ঘণ্টা ঘাম ঝরিয়ে বাসায় ফিরে গেলেন সাকিব।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।