টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৮ জুন ২০২৩

দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া গড়েছে রানপাহাড়। জবাব দিতে নেমে বিপদে ভারত। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দলকে চেপে ধরেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে ৪৬৯ রান। জবাবে ৭১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে ভারত। আউট হয়েছেন রোহিত শর্মা (১৫), শুভমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) আর বিরাট কোহলি (১৪)।

এর আগে ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড আগের দিনই বড় সেঞ্চুরি (অপরাজিত ১৪৬) হাঁকিয়েছিলেন, স্টিভেন স্মিথ ছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়।

হেডকে ফিরিয়ে ২৮৫ রানের ম্যারাথন জুটিটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। ১৭৪ বলে ২৫ চার আর ১ ছক্কায় ১৬৩ করেন হেড। এরপর ক্যামেরুন গ্রিন ৬ রানেই সাজঘরে ফেরেন।

তবে স্মিথ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ১২১ রানের ইনিংস খেলে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

এরপর অ্যালেক্স ক্যারে হাল ধরেন। একটা প্রান্ত ধরে তিনি দলকে এগিয়ে নিয়ে যান সাড়ে চারশ পর্যন্ত। ক্যারেকে অবশ্য হাফসেঞ্চুরি করতে দেননি জাদেজা। ৪৮ রান করে ফিরতে হয় উইকেটরক্ষক এই ব্যাটারকে। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১২১.৩ ওভার খেলে অলআউট হয় ৪৬৯ রানে।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ১০৮ রান খরচায় নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার মোহাম্মদ শামি আর শার্দুল ঠাকুরের।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।