পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

আসন্ন এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। পাকিস্তান আয়োজক থাকলেও এই টুর্নামেন্টটি শেষ পর্যন্ত সরে যেতে পারে শ্রীলঙ্কাতে। এর মধ্যেই সম্ভবত আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে পাকিস্তান।
২০২৫ সালে দেশটির মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও সুযোগ হারাতে পারে পাকিস্তান। ভারতের সংবাদমাধ্যম 'নিউজ এইটিন' জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে পারে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। পরের বছর তথা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা পাকিস্তানে। দুটি আসরেরই আয়োজক বদলে যাচ্ছে বলে জানা গেছে প্রতিবেদনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক করা হতে পারে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকে।
যদিও এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, মৌখিকভাবে কথাবার্তা হয়েছে। এই প্রস্তাবে সম্মত আছে ব্রডকাস্টাররা। যদি সব কিছু ঠিকভাবে এগোয়, তবে প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।
আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির সভায় এই বিষয়ে আলোচনা হবে। আইসিসি সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই পরিবর্তনের ব্যাপারে অনুরোধ জানাবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
এমএমআর/এএসএম