২৭০ রানে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার, ভারতের লক্ষ্য ৪৪৪

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১০ জুন ২০২৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছে। শিরোপাজয়ী হচ্ছে কারা, জানতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। এরই মধ্যে তিনটি ইনিংস শেষ হয়ে গেছে। চতুর্থ ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। এরপরই জানা যাবে জয়ী কোন দল, আর পরাজিত কারা।

তবে, এখনও পর্যন্ত স্পষ্ঠত আধিপত্য অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অলআউট হওয়ার পর ভারতকে অলআউট করেছে তারা ২৯৬ রানে। ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

যার ফলে চতুর্থ ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। জবাব দিতে নেমে তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে ভারত। ১৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল। ৩৩ রান নিয়ে রোহিত শর্মা এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন চেতেশ্বর পুজারা।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের ইনিংসের দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেড খুব ভালো কিছু করতে পারেননি। স্মিথ ৩৪ এবং হেড ১৮ রান করে আউট হন। মার্নাস ল্যাবুশেন করেন ৪১ রান। সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারে। ৪১ রান করেন মিচেল স্টার্ক।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।