ফেরার ম্যাচেই সেরা শরিফুল, সিরিজসেরা ফারুকি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ জুলাই ২০২৩

আগের দুই ওয়ানডেতে ছিলেন না। আজ (মঙ্গলবার) মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে সুযোগ মেলে শরিফুল ইসলামের। ফিরেই বাজিমাত বাঁহাতি এই পেসারের।

দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন শরিফুল। আফগানরা অলআউট হয় ১২৬ রানে। ফলে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ।

শরিফুল এই ম্যাচে ৯ ওভার বল করে একটি মেইডেনসহ মাত্র ২৯ রান খরচ করেন। একাই নেন ৪টি উইকেট। এটি আবার তার ক্যারিয়ারসেরা বোলিংও। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শরিফুলের হাতেই।

এদিকে তিন ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ফজলহক ফারুকি। ৩.৪২ ইকোনমিসহ তার ম্যাচসেরা বোলিং ফিগার ৩/২২। আফগান পেসারের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।