বাংলাদেশের সেই ম্যাচকে মনে করালেন ব্রেথওয়েট, লড়ছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ জুলাই ২০২৩

ক্রেইগ ব্রেথওয়েট জাত টেস্ট ব্যাটার। এর আগেও দেখিয়েছেন অনেকবার। নামের পাশে ৮৬ টেস্ট আর ১০টি ওয়ানডে থাকলেও নেই কোনো টি-টোয়েন্টি ম্যাচ। বোঝাই যাচ্ছে, লাল বলের ফরম্যাটটাকেই ধ্যান-জ্ঞান করে ফেলেছেন ক্যারিবীয় ওপেনার।

পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আরও একবার ব্রেথওয়েটের ধৈর্যের পরীক্ষা দেখা গেলো। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ধীরগতির ফিফটি হাঁকালেন এই ডানহাতি।

টেস্টে তার সবচেয়ে ধীরগতির ফিফটিটি বাংলাদেশের বিপক্ষে। গত বছর নর্থ সাউন্ডে ১৭৪ বল খেলে হাফসেঞ্চুরি করেছিলেন ব্রেথওয়েট। এবার তার লাগলো ১৭০ বল। আধুনিক টেস্ট ক্রিকেটে এমন ধীরগতির ব্যাটিং বলতে গেলে দেখাই যায় না।

তবে ব্রেথওয়েটের এই লড়াই ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ কাজে দিয়েছে। পোর্ট অব স্পেনে টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ভারতের ৪৩৮ রানের জবাবে ৫ উইকেটে ২২৯ রান তুলেছে ক্যারিবীয়রা। রানরেট দুইয়ের একটু বেশি।

ওয়েস্ট ইন্ডিজ এখনও ২০৯ রান পেছনে। তবে যেহেতু হাতে আর দুদিন। ড্রয়ের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে স্বাগতিকদের। অলিক এথেনেজ ৩৭ আর জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত আছেন।

১ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ক্যারিবীয়রা। সকালে ১০ ওভার পেরোনোর পর ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত কার্ক ম্যাকেঞ্জিকে (৩২) সাজঘরে ফেরান ভারতের অভিষিক্ত পেসার মুকেশ কুমার। বৃষ্টির কারণে আগেভাগেই লাঞ্চে যেতে হয় দুই দলকে।

লাঞ্চের পর ব্রেথওয়েটের দেয়াল ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। অবশেষে ক্যারিবীয় দলপতিকে বোল্ড করে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ২৩৫ বলে ৭৫ রানের ইনিংসে ৫টি চার আর একটি ছক্কা হাঁকান ব্রেথওয়েট।

এরপর অবশ্য জার্মেই ব্ল্যাকউড (২০) আর জসুয়া সিলভাকে (১০) থিতু হতে দেননি ভারতীয় বোলাররা। হাল ধরেছেন এথেনেজ আর হোল্ডার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।