২০২৪ টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৭ জুলাই ২০২৩

পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

আজ (বৃহস্পতিবার) এডিনবার্গে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্মানির বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পরেই নিশ্চিত হয় আয়ারল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণ।

অন্যদিকে ঘরের মাঠে ডেনমার্ককে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ফলে শুক্রবার আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে ডেড রাবারে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। ২০ দলের টুর্নামেন্ট হবে এটি। পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই উঠবে সুপার-৮ পর্বে।

সুপার-৮'এ চারটি দল করে দুটি গ্রুপ হবে। প্রতি দল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

আঞ্চলিক বাছাইপর্বের আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১২টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২২ বিশ্বকাপের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা মূলপর্বে নাম লিখিয়েছে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে থাকার সুবাদে আফগানিস্তান এবং বাংলাদেশও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।