এশিয়া কাপের দল ঘোষণা শনিবার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১১ আগস্ট ২০২৩

এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। তার আগে দলগুলোকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১২ আগস্ট। বাংলাদেশ নির্দিষ্ট সময়সীমার শেষ দিনই দল ঘোষণা করবে।

এরই মধ্যে নতুন ওয়ানডে অধিনায়ক বেছে নিয়েছে বিসিবি। সাকিব আল হাসান এশিয়া কাপ ও বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। আগে থেকেই টেস্ট আর টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন সাকিব। এখন থেকে তিনি তিন ফরম্যাটের নেতা।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এশিয়া কাপের জন্য শনিবার বাংলাদেশ দল ঘোষণা করা হবে। দল কেমন হবে তার ইঙ্গিত অবশ্য দেননি বিসিবি প্রধান।

তবে সবার মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন-মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা নিয়ে। এছাড়া ওপেনিংয়ে তামিম ইকবালের বিকল্প কে হবেন, সেটাও দেখার।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।