লঙ্কান লিগে এক ম্যাচে খেলছেন তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৫ আগস্ট ২০২৩

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) টাইগার ভক্ত-সমর্থকদের সামনে দারুণ উপভোগ্য এক ম্যাচ। এক ম্যাচেই খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

দেশের বাইরে এই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। বেশ কয়েকটি ম্যাচে সাইডবেঞ্চে থাকার পর অবশেষে কলম্বো স্ট্রাইকার্সের একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

লিটন দাস খেলতে গেছেন গল টাইটান্সের হয়ে। এই ম্যাচ দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেক হয়ে গেছে উইকেটরক্ষক এই ব্যাটারের। গল একাদশে লিটন ছাড়াও বাংলাদেশি হিসেবে আছেন সাকিব আল হাসান।

টস জিতে কলম্বোকে ব্যাটিংয়ে পাঠিয়েছে গল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে কলম্বোর সংগ্রহ ১ উইকেটে ১০ রান।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।