লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২১ আগস্ট ২০২৩

ডাম্বুলা অরা আর বি-লাভ ক্যান্ডি। দুই দলই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। ফলে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে, জানা ছিল আগেই। সেই নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম উঠলো বি-লাভ ক্যান্ডির।

প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে ডাম্বুলা অরাকে ৫ উইকেট আর ১ বল হাতে রেখে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।

এটি ছিল লিগের চতুর্থ আসর। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনটি সংস্করণেই (২০২০, ২০২১ এবং ২০২২) জাফনা কিংস ট্রফি জিতেছে। প্রথমবার ঘটল ব্যতিক্রমী ঘটনা।

টস জিতে প্রথমে ব্যাট করে ডাম্বুলা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে খেলেন ৪০ রানের ইনিংস।

এছাড়া সাদিরা সামারাবিক্রমা করেন ৩৬ রান (৩০ বল) এবং কুশল পেরেরা অপরাজিত ৩১ রান (২৫ বল) করেন। ক্যান্ডির হয়ে ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।

jagonews24

লক্ষ্য তাড়া করতে নেমে ক্যান্ডি ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান (৩৭ বল) করেন কামিন্দু মেন্ডিস। ডাম্বুলার হয়ে নুর আহমেদ দারুণ বোলিং করে ৩ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে গিয়ে ক্যান্ডির শুরুটা ভালো হয়েছিল। মোহাম্মদ হ্যারিস (২৬ রান) এবং মেন্ডিস প্রথম উইকেটে ৪৯ রান যোগ করেন। মাত্র ৬ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন মেন্ডিস। ৩৭ বলে ৪৪ রান করেন তিনি।

এদিকে, উইকেটরক্ষক দিনেশ চান্ডিমাল ২৪ রানে আউট হন এবং চতুরাঙ্গা ডি সিলভা শূন্য রানে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। শেষ পর্যন্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৫*) ও আসিফ আলি (১৯) জয়ের দিকে নিয়ে যান দলকে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।