মাহমুদউল্লাহকে চুক্তির বাইরে নিয়ে যাওয়ার খবর ভিত্তিহীন
মাঠের খেলা যখন কম থাকে, তখন নান গুঞ্জনে মুখর হয়ে ওঠে ক্রিকেটাঙ্গন। আজ একে নিয়ে তো কাল তাকে নিয়ে এই কথা, সে কথা ছড়ায়। এখন যেমন তামিম আর মাহমুদউল্লাহ রিয়াদের নাম দুটি খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে।
গুঞ্জন এমন এক পর্যায়ে গেছে যে কেউ কেউ বা অসমির্থত কোন সূত্র মাহমুদউল্লাহ রিয়াদকে জোর করেই এশিয়া কাপের দলে ঢুকিয়ে দিতে চাইছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এমনকি কিছু অনলাইন নিউজপোর্টালও সেই গুঞ্জনের ওপর ভিত্তি করে নিউজ করে দিয়েছে যে, মাহমুদউল্লাহ রিয়াদকে বিসিবির বাৎসরিক চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে।
এমন খবরও ছড়ানো হয়েছে যে, বিসিবি নাকি রিয়াদের সঙ্গে চুক্তি ভেঙ্গে তাকে মাসিক বেতনের বাইরেও নিয়ে গেছে। এসব পুরোপুরি মিথ্যাচার এবং গুজব। যার কোন ভীত্তি নেই। তা আবারও প্রমাণ হয়েছে।
জাতীয় দলের পরিচর্য্যা ও পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগোনিউজকে জানিয়েছেন খবরটি মোটেও সঠিক নয়। রিয়াদ এখনো চুক্তির আওতায় আছেন।
জালাল ইউনুসের কথা, ‘আমাদের ক্রিকেটারদের এক বছরের কন্ট্রাক্ট দিয়েছি। একই সঙ্গে বারবার ক্লিয়ার করেছি, ছয় মাস পর একটা রিভিউ করতে পারি। জুন মাসে সেই ছয় মাসও পেরিয়ে গেছে। এখন আগস্ট চলে আসছে। আমরা কারও বিষয়ে রিভিউ করিও নাই এবং প্রয়োজনও মনে করিনি। কন্টিনিউ করছি এবং এ বছরের শেষ দিন মানে ডিসেম্বর ৩১ পর্যন্ত তা বলবৎ থাকবে।’
জালালের এ কথাতেই পরিষ্কার, অন্তত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে হচ্ছে না। দলে জায়গা পাক বা না পাক, তিনি পারিশ্রমিকের আওতায় থাকতেছেন।
এআরবি/আইএইচএস