বাংলাদেশ বিমানের এমডির সঙ্গে সাক্ষাৎ আকরাম ও বাশারের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪২ পিএম, ২১ আগস্ট ২০২৩

একসময় আবাহনী আর মোহামেডানের পর ঢাকার ক্লাব ক্রিকেটের তৃতীয় শক্তি ছিল বাংলাদেশ বিমান। যদিও বেশ অনেক বছর হলো বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এখন আর ঢাকার ক্লাব ক্রিকেটের প্রধান আসর প্রিমিয়ার ক্রিকেট লিগে নেই। রেলিগেটেড হয়ে গেছে।

কিন্তু ৭০ দশকের শেষ অংশ থেকে ৮০ ও ৯০ দশকে ঢাকা মোহামেডান আর আবাহনীর সাথে প্রায় সমানতালে লড়াই করেছে বাংলাদেশ বিমান। এখনো ঢাকার ক্লাব ক্রিকেটের প্রধান আসর (এখন যেটা প্রিমিয়ার লিগ) সেই আসরে আবাহনী ও মোহামেডানে পর তৃতীয় সর্বাধিক শিরোপা বিজয়ী দলের নাম বিমান।

সেই ১৯৭৯ সালে প্রথম আইসিসি ট্রফি দল থেকে শুরু করে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় ট্রফি জেতা আইসিসি ট্রফি বিজয়ী দলের অনেক সদস্যই বিমানের হয়ে নিয়মিত খেলেছেন। ৭০ দশক থেকে শুরু করে বর্তমান শতাব্দির প্রথম ভাগ পর্যন্ত দীর্ঘ প্রায় ৩ যুগে শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু আর আকরাম খানরা খেলেননি।

তবে জাহাঙ্গীর শাহ বাদশাহ, রফিকুল আলম, আহমেদ ইকবাল বাচ্চু, গোলাম ফারুক সুরু, আতহার আলী, এনামুল হক মণি, নাজিম সিরাজী, ফারুক আহমেদ, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম তালুকদার দুলু, সানোয়ার হোসেন, মিজানুর রহমান বাবুল প্রমুখ জাতীয় ক্রিকেটার বিমানের হয়ে ঢাকা লিগে সুনামের সাথে খেলেছেন। এরপর বর্তমান শতাব্দীর প্রথম দিকে মাশরাফি, তামিম, মুশফিক ও সাকিব বিমানের হয়ে ঢাকা ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছেন।

কিন্তু সময়ের প্রবাহতায় সেই বিমান ক্লাব এখন ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া এক নাম। অনেকদিন পরে হলেও দেশের ক্রিকেটের বড় তারকারা আবার বিমানকে ঢাকার ক্লাব ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করছেন।

বিমানের হয়ে খেলে জাতীয় দলের তারকা বনে যাওয়া হাবিবুল বাশার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আকরাম খান আজ সোমবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এমডি ও সিইও শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট ও অন্যান্য স্পোর্টসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৌরবোজ্জ্বল ও স্বর্ণোজ্জ্বল অতীতের পাশাপাশি দেশের ক্রিকেটের উত্তরণ, প্রচার-প্রসার ও উন্নয়নে বিমানের অবদান এবং ঐতিহ্যের কথা স্মরণ করেন।

বলে রাখা ভালো, বিভিন্ন সময় জাতীয় দলের বাহন ছাড়াও টিম স্পন্সরও করেছে বিমান। যার নেতৃত্বে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল সেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ঐতিহাসিক ১৯৯৭ আইসিসি ট্রফি বিজয়ী দলের সাথে বিমানের সংশ্লিষ্টতার কথাও আজ বিমানের এমডি ও সিইওর সাথে আলোচনা করেন।

ভবিষ্যতে ক্রিকেট ও অন্যান্য স্পোর্টসে বিমানের সক্রিয় অংশগ্রহণের আশাও ব্যক্ত করেন আকরাম আর সুমন।
উল্লেখ্য, বিমানের বর্তমান এমডি শফিউল আজিমের মধ্যস্ততায় বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশসেরা তারকা সাকিব আল হাসান অতি সম্প্রতি বাংলাদেশ বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।

উল্লেখ্য, বিমানের এমডির সাথে সৌজন্য সাক্ষাতকারে জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশারের সঙ্গে এক সময়ের বিমানের হয়ে খেলা এবং বর্তমানে বিমানে কর্মরত সানোয়ার হোসেন ও হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এআরবি/এমএমআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।