বুধবার স্ট্যান্ডবাইদের অনুশীলনে যোগ দিলেন রিয়াদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২৩

এশিয়া কাপ চূড়ান্ত হয়েছে আগেই। ১৭ জনের দল শেরে বাংলায় প্রতিদিন অনুশীলনও করছে। এর বাইরে ৮ জনের একটা স্ট্যান্ডবাই স্কোয়াডও করা হয়েছে। সে দলটিও অনুশীলন করছে মিরপুর শেরে বাংলায়। ওই দলের প্রশিক্ষকের দায়িত্বে বিসিবির বেতনভুক্ত প্রশিক্ষক, বিপিএলের সর্বশেষ আসরে রংপুরের কোচের দায়িত্ব পালনকারী এবং ঢাকার ক্লাব ক্রিকেটে শেখ জামালের কোচ সোহেল ইসলাম।

কেন, কি কারণে এই ৮ সদস্যের স্ট্যান্ডবাই প্যানেল? তাদের কেন প্রশিক্ষণে রাখা হয়েছে? কি কাজ করানো হচ্ছে? এসব নিয়েই আজ বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন সোহেল ইসলাম।

এরই মধ্যে এই ৮ জনের বহরের অন্যতম সদস্য সাইফ হাসান মিডিয়ার সাথে কথা বলেছেন। মঙ্গলবার তাদের কোচ সোহেল ইসলামও প্রায় একই কথা বললেন। সোহেল ইসলাম জানালেন, জাতীয় দলের যে ইনটেনসিটি থাকে, তার বাইরের ক্রিকেটারদেরও যাতে সেই ইনটেনসিটিটা থাকে, সেটা চিন্তা করেই ৮ জনের এই ক্যাম্প।

সোহেলের কথা, ‘এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে ইনটেনসিসি থাকে, ভলিউম থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে, পিক হলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে।’

সোহেল আরও জানান এ প্রশিক্ষণ বিশ্বকাপ পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে সোহেল জানান, ‘দু’ভাবে প্রশিক্ষণ চলছে। একটা হচ্ছে স্কিলে, টেকনিক্যাল জিনিস যে কিছু জায়গায় যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, কে নতুন বলে খেলবে, কিভাবে খেলবে এসব।’

কোচ সোহেল ইসলাম জানালেন, একটু পারিবারিক সমস্যা ছিল। তার আম্মা অসুস্থ ছিলেন, তাই কয়েকদিন অনুশীলন করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদ। আজ ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

রিয়াদকে কিভাবে প্র্যাকটিস করানো হবে? তার ভূমিকাই বা কি থাকবে, এ প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওপর থেকে যে আসলে কিভাবে অনুশীলন করবে এবং কার কি রোল থাকবে তো ওটা রিয়াদের সঙ্গে কথা বলে করা হচ্ছে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।